খেলা
‘অনাকাঙ্ক্ষিত’ এক বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে মুশফিক
স্পোর্টস ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
রেকর্ড ভাঙতে, গড়তে কে না ভালোবাসেন। একেকটি রেকর্ডই ক্রীড়াবিদদের স্বীকৃতি দেয়, তুলে দেয় ইতিহাসের পাতায়। নানান গৌরবের কীর্তি গড়তে মুশফিকুর রহীমেরও রোমাঞ্চিত হওয়ার কথা। তবে এমন একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সামনে দাঁড়িয়ে টাইগার ক্রিকেটার, যার সাক্ষী হতে চাইবেন না কেউই! বাংলাদেশের হয়ে আর মাত্র ১০টি ম্যাচ হারলেই আন্তর্জাতিক ক্রিকেটে হারের বিশ্ব রেকর্ড হবে মুশফিকের।
২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহীমের। বর্তমান বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে সিনিয়র বলা চলে তাকে। ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে সর্বাধিক ৪৪২ ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের। স্বাভাবিকভাবেই টাইগারদের হয়ে সর্বোচ্চ সংখ্যক হারের সাক্ষী হয়েছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২৪৭তম হারের স্বাদ পেয়েছেন মুশফিক।
বিশ্ব ক্রিকেটে টাইগার ব্যাটারের চেয়ে মাত্র দু’জন সবচেয়ে বেশি ম্যাচ হেরেছেন। তারা হলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার আর লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। গোটা ক্যারিয়ারে ভারতের জার্সিতে ২৫৬ ম্যাচ হেরে লজ্জার এই রেকর্ডের শীর্ষে টেন্ডুলকার।
পাঠকের মতামত
এই ধরনের একটা রিপোর্ট না লেখাই ভালো। বাংলাদেশের কৃকেটে মুশফিকের অবদানকে হেও করা উচিত নয়।
টেন্ডুলকার ও জয়াবর্ধনে বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি। তাঁরা অন্যদের তুলনায় বেশি ম্যাচ খেলেছেন বলেই তাঁদের হারের সংখ্যাও বেশি। তদ্রূপ মুশফিকের বেলায়ও একই ঘটনা ঘটবে। এতে লজ্জার কিছু আছে বলে আমি মনে করি না। মুশফিক বিশ্ব ক্রিকেটের একজন লিজেন্ড।