ভারত
ভারতের আদিত্য অভিযানে সফল রকেট উৎক্ষেপণ
এক বাঙালির কৃতিত্ব মনে রাখার মতো
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ২ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

চাঁদের পর সূর্য। আজ দুপুর ঠিক ১১টা ৫০ মিনিটে অন্ধ্রর শ্রী হরি কোটার সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ভারতের পিএসএলভি-সি ৫৭ রকেটটি সূর্যের অভিমুখে রওনা হলো। ১২৭ দিন পর এই আদিত্য এল ওয়ান পৌঁছাবে ১৫০ লাখ কিলোমিটার দূরের কক্ষপথে। সূর্যের পৃথিবী থেকে দূরত্ব ১৫০০ লক্ষ কিলোমিটার। এই দূরত্বের এক শতাংশ অতিক্রম করে সূর্য সংক্রান্ত ছবি ও তথ্য পাঠাবে এই আদিত্য এল ওয়ান। ৫ হাজার ৫০০ ডিগ্রি তাপ উৎপাদন করে সূর্য। এই তাপমাত্রা ও সৌর ঝড় সম্পর্কে নানা তথ্য দেবে আদিত্য এল ওয়ান। আজ উৎক্ষেপণের সময় চোখ বুজে ইস্টদেবতাকে স্মরণ করছিলেন ইসরো প্রধান এস সোমনাথ। ভারতের এই সূর্য অভিযানে নদিয়ার বাসিন্দা বরুণ বিশ্বাসের বড় অবদান রয়েছে। ৫টি পয়েন্ট থেকে এই রকেটের নিয়ন্ত্রণ রাখা হয়েছে - ফিজি, ব্রুনেই, লস এঞ্জেলস, আন্দামান এবং শ্রী হরি কোটা।
পাঠকের মতামত
..... নিদ্রিত ভারত জাগে ......