ভারত
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা কাল অত্যন্ত ক্ষীণ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ১ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:২৬ পূর্বাহ্ন
শ্রীলংকার ক্যান্ডি থেকে পাল্লাইকেলের দূরত্ব মোটরপথে মাত্র আধঘণ্টা। এখানকার আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল এশিয়া কাপ ক্রিকেটে ভারত - পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। কিন্তু, এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। নাগাড়ে বৃষ্টি, দমকা হাওয়া পাল্লাইকেলের আবহাওয়াকে দুর্বিষহ করে তুলেছে। ম্যাচের আগের দিন হোটেল বন্দি ভারত-পাক খেলোয়ারা। যতটা পারছেন ইনডোরে প্র্যাকটিস করছেন। শুধু ভারত নয়, উপমহাদেশের সমস্ত ক্রিকেট অনুরাগীর নজরে এখন পাল্লাইকেলের এই মহাসংগ্রাম। শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯১ শতাংশ- জানাচ্ছে পাল্লাইকেলের আবহাওয়া দপ্তর। অর্থাৎ অবিশ্বাস্য কিছু না ঘটলে ভারত-পাক ম্যাচটি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই হয়। শনিবার ভারতীয় সময় ৩টায় এই ম্যাচ শুরু হওয়ার কথা।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]