ভারত
চীনের মানচিত্রে অরুণাচল ও আকসাই চীন, ভারতের প্রতিবাদ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৩, বুধবার, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১১ অপরাহ্ন

মঙ্গলবার চীন তাদের নতুন মানচিত্র প্রকাশ করেছে। এই মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে গণপ্রজাতন্ত্রী চীনের অঙ্গ বলে দেখানো হয়েছে। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দেখানো হয়েছে। শুধু তাই নয়, এই মানচিত্রে তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরকেও তাদের দেশের অঙ্গ বলে দাবি করা হয়েছে। ভারত এই ব্যাপারে তাদের সরকারি প্রতিবাদ জানালেও বিদেশ মন্ত্রী এস জয়শংকর পুরো বিষয়টিকে উপেক্ষা করেছেন। তিনি বলেছেন যে চীন মাঝে মাঝেই আপনমনের মাধুরী মিশিয়ে মানচিত্র তৈরি করে। অরুণাচল এবং আকসাই চীন ভারতের অঙ্গীভূত। কোনো অবস্থাতেই একে ভারত থেকে বিচ্ছিন্ন করা যাবে না। উল্লেখযোগ্য চীন কিছুদিন আগে অরুণাচলসহ ভারত ভূখণ্ডের অন্তর্গত ১৪টি জায়গার নতুন নামকরণ করেছিল।