ভারত
চাঁদের পর এবার ইসরোর সৌর রকেট
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:৫০ পূর্বাহ্ন
চাঁদের পর সূর্যে মহাকাশযান পাঠাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ২রা সেপ্টেম্বর আদিত্য এল ওয়ান পাড়ি দেবে সূর্যের দেশে। ইসরোর পক্ষ থেকে মাহেন্দ্রক্ষণের সময়ও জানানো হয়েছে। ২রা সেপ্টেম্বর আদিত্য এল ওয়ান রওনা হবে সূর্যের উদ্দেশ্যে। চন্দ্র অভিযানের চেয়েও এই অভিযান অনেক বেশি কষ্টকর বলে জানান ইসরোর ডিরেক্টর এস সোমনাথ। চাঁদের চেয়ে সূর্যের দূরত্ব অনেক বেশি, ১৫ লক্ষ কিলোমিটার। তার ওপর আছে সৌর রশ্মি। সূর্য ও পৃথিবীর মাঝখানে লারেঞ্জা কক্ষপথে আদিত্য এল ওয়ানকে সংস্থাপিত করার কথা। ১৫শ’ কিলোগ্রাম ওজনের রকেটটি সম্প্রতি বেঙ্গালুরু থেকে আনা হয়েছে রাজস্থানের শ্রী হরি কোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে। সেখান থেকেই উৎক্ষেপিত হবে আদিত্য এল ওয়ান। ইসরোর বিজ্ঞানীরা এখন ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন সূর্য অভিযানকে সফল করার জন্য।