অনলাইন
বাংলাদেশ কেন ব্রিকসের সদস্য হতে পারেনি, জানালেন পররাষ্ট্র সচিব
কূটনৈতিক রিপোর্টার
(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৩, রবিবার, ৮:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৯ অপরাহ্ন

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্যই বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে পারেনি। তবে এ নিয়ে আশাহত হবার কিছু নেই।
রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র সচিব বলেন, ব্রিকসে সদস্য হতে চিঠি দিয়েছিলাম। ব্রিকসের সাথে সক্রিয়ভাবে আমরা আছি। ৬ দেশের মধ্যে নেই। তবে বেনিফিটের জায়গায় আমরা আছি। নেক্সট ফেজে থাকব। আমরাও সময় পেলাম।
মাসুদ বিন মোমেন আরও জানান, রাজনৈতিক ও আঞ্চলিক ইস্যু আছে। ব্যালেন্সের ব্যাপারও আছে। আমাদের আশপাশের দেশ অনগোয়িং প্রসেস। সদস্য না হওয়ায় আশাহত হওয়ার কিছু নাই।
পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার তারিখ এখনো হয়নি। ডিজি লেভেলে মিটিং হবে মিয়ানমারে। সেপ্টেম্বরে কাজ শুরু করব। কিছু কিছু দেশ সংস্থার রিজার্ভেশন আছে। ডিসেম্বরের আগে প্রত্যাবাসন শুরু হতে পারে এমন ধারণা দিয়ে সচিব বলেন, মিয়ানমারের আরেকটি দল আসবে। তারা সরাসরি রোহিঙ্গাদের সাথে কথা বলবে। ৩ হাজারের লিস্ট দিয়েছি। তবে তারা হাজার খানেক রোহিঙ্গা ফিরিয়ে নিতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বাংলাদেশে আসতে পারেন বলেও জানান পররাষ্ট্র সচিব।