ভারত
ভারত-চীন সামরিক পর্যায়ের বৈঠক ব্যর্থ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২৩, বুধবার, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন
পূর্ব লাদাখের সীমান্ত বরাবর কিছু অঞ্চলে চীন ভারতকে পেট্রোলিংয়ের অধিকার না ছাড়ায় ব্যর্থ হয়ে গেছে ভারত-চীন সর্বোচ্চ পর্যায়ের সামরিক বৈঠক। চুশুল-মলডো তে দুদিনের এই বৈঠকে চীন স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে, ডেপসম প্লেন ও ডেমচকে ভারতীয় বাহিনীকে পেট্রোলিংয়ের অধিকার ছাড়া সম্ভব নয়। চীনের এই সিদ্ধান্তের ফলে দৌলতাবাগ ওলডি, কারাকোরাম ও চারং নামলিং নালা পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থাকবে না। ২৩শে এপ্রিল, ২০২৩ এ সেনা পর্যায়ের যে শেষ বৈঠকটি হয়েছিল চীন তাতেও এই অনমনীয় ভাবই দেখিয়েছিল বলে জানা গেছে। পেট্রোলিংয়ের এই অধিকার না থাকলে ভারতীয় এলাকাভুক্ত পানগঅং, গোগরা হট স্প্রিং, গোগরা ভ্যালিতে ভারতীয় কোনও অধিকার থাকবে না। ভারতীয় সেনাবাহিনীর প্রধানরা চীনের এই দাবি মেনে নেননি। ফলে বৈঠক ব্যর্থ হয়। পরে অবশ্য একটি বিবৃতিতে এই অঞ্চলে শান্তি ফেরাতে ভারতীয় বাহিনী ও চীনের পিপলস লিবারেশন আর্মি কতটা আন্তরিক তা জানান হয়। তবে, এটিকে রুটিন মাফিক বিবৃতি বলেই ধরা হচ্ছে। সামরিক বাহিনীর বৈঠক ব্যর্থ হওয়ার পর এখন নজর ব্রিকস সামিটে ২২ থেকে ২৪শে আগস্ট মোদি-জি জিনপিং বৈঠক এবং সেপ্টেম্বর ৯-১০ এ চীনের প্রিমিয়ার জি জিনপিং এর জি টোয়েন্টি সামিট উপলক্ষে দিল্লিতে মোদির সঙ্গে আলোচনার দিকে।