ভারত
ভারতের আবহাওয়া সতর্কবার্তা, সোম থেকে বুধবারের মধ্যে বাংলাদেশে ঘূর্ণাবর্ত
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২৩, সোমবার, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৮ অপরাহ্ন

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ সোম থেকে বুধবারের মধ্যে বাংলাদেশে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। এর ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল ভাসবে। কলকাতার আবহাওয়াতেও পরিবর্তন হবে। বুধবার পর্যন্ত থেকে থেকে বৃষ্টি হবে কলকাতায়। দক্ষিণবঙ্গের আবহাওয়াও বৃষ্টি বিঘ্নিত হবে। তবে, ব্যাপক প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গে। টানা ভারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। বাংলাদেশের উত্তরভাগে জোরালো বাতাস বইতে পারে। ঘূর্ণাবর্তের ফলে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা এখন ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। এর ফলে এই অঞ্চলেও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত সম্পর্কে তথ্য বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারত। বাংলাদেশের সমুদ্র উপকূলে মাছ ধরার নৌকা ও জলযানগুলির চলাচল এখন নিষিদ্ধ করা হয়েছে।