ভারত
মুহাম্মদ (সাঃ)কে কটূক্তি
কাতার বিশ্বকাপে ভারতীয়দের ভিসা বাতিল, কলকাতায় সড়ক অবরোধ, নূপুর শর্মার গ্রেপ্তার দাবি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ১০ জুন ২০২২, শুক্রবার, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৩ অপরাহ্ন

দীর্ঘ ১১ ঘণ্টা পর হাওড়ার অঙ্কুরহাটিতে হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা নূপুর শর্মার গ্রেপ্তারের দাবিতে করা পথ অবরোধ উঠলো। এর ফলে গভীর রাত পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবরোধ তোলার দাবি করে ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষকে দফায় দফায় অনুরোধ জানান।
সেই আলোচনার পর রাত সাড়ে নটা নাগাদ অবরোধ ওঠে। এরই মাঝে নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ মাধ্যমকে আক্রমণ ও অবরোধের নিন্দা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় হিন্দু - মুসলিমের মধ্যে কোনও সংঘাত নেই। এখানে কেন এই আন্দোলন? এদিকে কাতার সরকার জানিয়ে দিয়েছে, নূপুর শর্মার হযরত মুহাম্মদ (সাঃ)কে আক্রমণ করার প্রেক্ষিতে কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে ইচ্ছুক ভারতীয়দের ভিসা বাতিল করা হচ্ছে। কোনও ভারতীয় দর্শককে কাতারে ঢুকতে দেয়া হবে না। দিল্লি পুলিশ নূপুর শর্মা, নবীন জিন্দালে এর পাশাপাশি এফআইআর দায়ের করেছে এআইএমআইএমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসির নামেও। হেডস্পিচ ছড়ানোর দায়েই এই এফআই আর বলে জানা গেছে।
পাঠকের মতামত
কাতার ধন্যবাদ
Hello @Sujan.. Muslims are already under pressure and out if convinience facilities for their religion even couldn't protest for that in india which you doesn't know or didn't realize!! For Mr. Rahman comments as muslims are not support to criticize any religion; currently situations himself (rahman) nobody knows what's happening with him by BJP government. Nupur is not a politician only and lawyer of a many religions country. She abused her power and she must get proper punishment so in future no one could repeat the same behavior.
রাজনৈতিক নেতাদের আরো সংযত হয়ে কথা বলা উচিত । বি,,জে,,পি একটি জঙ্গি সংগঠন । ভাবতে ভয় হয় ভারতের মানুষ এত উদার মনের হওয়া সত্বেও একটি জঙ্গি সংগঠনকে কিভাবে সরকার বানায় জয় বাংলা জয় হিন্দ ।
সঠিক সিদ্ধান্ত,,,
If same word say by zakar nayak that ok for Muslims brothers. Miss Sharma say same thing but wrong attitude,and Mr rahman who was attending the tv he abuse the hindu God that also good for Muslims. Now that lady saying if I heating anyone from my word I sorry. That's was happening on 27th of may after 2 weeks Muslims are realized that miss Sharma abuse the rasul. So my point is if bangladesh and Indian Muslims are thinking why after 2 weeks. And remember if Indian hindu people also have right to tell about Mr rahman who abuse hindu God and hindu are on the street doing something, what can mullahs can do. So every thing has equal empact. People who are vandalized to others religious that is not right way to protest.
ধন্যবাদ, কাতার সরকার৷ প্রধানকে,যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহনের জন্য।।।
হে আল্লাহ, এই নবী প্রেমিক কাতারের আমিরকে আপনি দীর্ঘ নেক হায়াত দান করুণ । তাকে কবুল করুন । সাথে সাথে মুস লিম বিশ্বের সমস্ত দেশ গুলিকে একই পদক্ষেপ নেওয়ার আহব্বান জানাচ্ছি ।
QATAR bora bor e MOJLUM er pokkhe. Congratulations Qatar Government. U DID WONDERFUL JOB..Alhamdulillah
কাতার সঠিক কাজটাই করেছে। মুসলিম জাহানের পক্ষ থেকে কাতারকে ধন্যবাদ
Very good and appropriate decision by Quater Government.We should do same but we can't......so shem to ourselves.
The Arab countries should send all the Indian nationals back to India.
ঐ দুর্মুখীর ছবি দেখতে চাইনা, আল্লাহ করুন ওর জিভটা পোঁচে খোশে পোরুক, ওর বাক শক্তি লোপ পাক, ওর বেঁচে থাকা রুশদির মত হোক, দুনিয়াটা ওর জন্য নরক তুল্য হোক। (আমিন ইয়া রব)
ধন্যবাদ শেখ তামিম। এইরকম পদক্ষেপ নেওয়ার জন্য কোটি কোটি কোটি ভারতবর্ষের মুসলমানদের পক্ষ থেকে
আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন মন্তব্যটি কি ছিল?
আমরা পারিনি, মধ্যপ্রাচ্য পেরছে।
কাতার সরকারকে ধন্যবাদ
Qatar should ban gas export to India.
Thanks Qatar for making right decision on time
মুসলিম বিশ্বের উচিৎ এই মুহূর্তে ভারতের পণ্য বর্জন করা সারা বিশ্বের অর্থনীতি নির্ভর করে মুসলিম বিশ্বের উপর তাই মুসলিম বিরোধী দেশ গুলিকে উচিৎ শিক্ষা দেওয়ার জন্য তাদের পণ্য বর্জন কারা উচিৎ।
ধন্যবাদ কাতার সরকারকে
কাতারের শাসকদের ধন্যবাদ।
কাতার সহ অন্যান্য মুসলমান দেশের শাসক মুসলমান দেখেই নবী ও নবীর বিবির উপর অপমান সহ্য করতে পারেনি, যারা কাফেরদের পদলেহনে সিদ্ধ হস্ত তারা পারবে না
বাংলাদেশের ৯০% মুসলিম ভোটার, নির্বাচন এর সময় শুধু বর্তমান সরকারের ভূমিকা মনে রাখবেন। কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন থেকে শুরু হোক প্রতিশোধ।
jajakallaho khirun katar
কাতার সরকার কে ধন্যবাদ জানাই এই পদক্ষেপ নেওয়ার জন্য
খাইবার বিজয়ের দিন ইয়াহুদীরা রাসুল (সা:) কে গালি দিয়েছিলো। তখন সাহাবীরা বুজেছিলো খাইবার বিজয় হবে. ঠিক একই ভাবে ভারত আবার মুসলিমদের হস্তগত হবে খুব শীগ্রই। (রেফ. বুখারী & কিতাব আল ফিতান).
ধন্যবাদ, কাতার সরকরাকে
পবিত্র আরব ভূমিসহ সকল মধ্যপ্রাচ্যের দেশগুলো হতে ভারতীয় হিন্দুদের বিতাড়িত করে আজীবন প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি
কাতার সময়োপযোগী সিন্ধান্ত নেওয়ায় ধন্যবাদ।বাংলাদেশ কেন চুপচাপ খোলাসা কেন হচ্ছেনা? ঐ বিজেপি যত দিন ভারতের ক্ষমতায় থাকবে ততদিন ভারতের সংখ্যালঘু বাদে অন্যদের মধ্যপ্রাচ্যের পবিত্র মাটি স্পরস নিষিদ্ধ করা হোক এটা সউদিসরকারের কাছে অনুরোধ।
শাসকদের এইরকম সত্যিকার নবী প্রেমিক হইতে হয়। শুকরিয়া। আল্লাহ এই শাসক এবং দেশকে উত্তম বিনিময় দান করুন।
কাতার সঠিক সিদ্ধান্ত নিয়েছে ধন্যবাদ
ধন্যবাদ কাতার সরকারকে
ধন্যবাদ কাতার❤️
ALHAMDULILLAH
আসলে কাতার দেশটাকে এইজন্য আমার এতো ভালো লাগে ধন্যবাদ এমন একটি সিদ্ধান্ত নেওয়ার কারণে
কাতার সরকারকে ধন্যবাদ।
Salute Qatar
সেই সব লোকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যারা আমাদের নবীকে নিয়ে বাজে কথা বলে।
একটা ছোট্ট মুসলিম দেশ কাতার কত কঠিন সীদ্ধান্ত নিতে পারে! আর আমরা আঠারো কুটি মানুষের দেশ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হয়ে একটা প্রতিবাদের শব্দ উচ্চারণ করতে পারি না।
We should hate the culprits and supporters of them.
আল্লাহ্ কাতার কে মুসলিম জাতির দায়িত্বশীল নেতৃত্বে দেওেয়ার জন্য কবুল করুন। আমিন। আল্লাহ ইসলামের জন্য কাতার কে আরও শক্তিশালী করুন।আমিন।বাবলু।ফাজিলপুর।ফেনী।
Hate speech against world Muslims, Hate speeech against our prophet; বিজেপি এবং সব নূপুর শর্মা দেরকে ভারত থেকে লাথি মেরে বের করে দিতে হবে। গো মাংস বহন করার দায়ে ওরা মুসলমানদেরকে উল্লাস করে হত্যা করে, বিনা উসকানিতে মুসলমানদের সাথে অমানবিক আচরন করে। শিক্ষিত নূপুর শর্মারা এখন সারা ভারত ছড়িয়ে পড়েছে।
কাতারকে অনেক ধন্যবাদ। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কোন মন্তব্য পাওয়া যাচ্ছে না তারা কি মুসলিম নন।
ধন্যবাদ কাতার ।
নুপুর শর্মা যা বলেছে সেটা কি হাদিসে আছে ? না কি নাই ? যদি না থাকে তাহলে তাকে অবশ্যই গ্রেপ্তার করে শাস্তি দেওয়া উচিত। আর যদি হাদিসে উল্লেখিত কিছু বলে থাকে তাহলে ওর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত।
আলহামদুলিল্লাহ, আমাদের সরকারেরও উচিত প্রতিবাদ করা।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে আকুল আবেদন আপনি এধরণের সম্প্রদায় কে আপনার গজব দিন।
একদম উচিৎ কাজ করেছে আল্লাহ তায়ালা কাতারের আমির কে নেক হায়াত দান করুক এবং ইসলামের খেদমত করার তাউফিক দান করুক
কাতার সঠিক কাজটাই করেছে। মুসলিম জাহানের পক্ষ থেকে কাতারকে ধন্যবাদ। বিজেপি নিপাত যাক, নুপুর নিপাত যাক।
شكرا كثيرا قطار حكمة.জঙ্গিবাদী ও মৌলবাদী সংগঠন বিজেপি কে ইন্ডিয়ায় পরিপূর্ণ ভাবে নিষিদ্ধ করা হোক
কাতার কে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ , ইসলামের জন্য কাতার কে আরও শক্তিশালী করুক।
More agressive action from the Muslim should be taken
কাতার সঠিক কাজটাই করেছে। মুসলিম জাহানের পক্ষ থেকে কাতারকে ধন্যবাদ। বিজেপি নিপাত যাক, নুপুর নিপাত যাক।
নূপুর শর্মাকে অতিসত্বর গ্রেফতার করা হউক, এবং এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কোন ধর্মবিদ্বেষী কোনো ধর্মের বিরুদ্ধে মুখ খোলার সাহস না করে,,,
ওরা দিনকে দিন উগ্রতা ও জঙ্গিবাদের দিকে ঝুকছে। একতরফা ভাবে মুসলিমদের উপর দূর্বিষহ নিপিড়ন চালাচ্ছে।এসব বিবেচনায় মধ্যপ্রাচ্য সহ সকল মুসলিম দেশ গুলোকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
ভারত সরকার নিরব থেকে নুপুর শর্মার প্রতি মৌন সমর্থন দিয়ে যাচ্ছে সে বিবেচনায় কাতার সরকারের সিদ্ধান্ত যৌক্তিক মনে হচ্ছে।
অন্যায়ভাবে যারাই আমাদের নবী বা রাসূলদের বিরুদ্ধে কিংবা মুসলিমদের বিরুদ্ধে কোনো কাজ করবে কিংবা কোনো সিদ্ধান্ত নিবে, সে সকল ক্ষেত্রেই মুসলিম বিশ্ব এবং মোমিন মুসলমানদের সম্মিলিত ভাবে এর প্রতিবাদ করা উচিত।
ধর্ম নিরপেক্ষ ভারত বাসীর কাছে ক্ষমাপ্রার্থী । বিজেপির মত সম্প্রদায়,গো মাংস বহন করার দায় যারা মুসলমানকে উল্লাস করে হত্যা করে, যারা মুসলমানদের সাথে বিনা উসকানিতে ঘৃন্য ও অমানবিক আচরন করে, যারা সরকার চালায় তারা ধীরে ধীরে ভারতকে বিশ্ববাসীর কাছে, মুসলমানদের কাছে নিজেদের অবস্থান ছোট করেছে, নিচ থেকে নিম্নতম পর্যায় নিয়ে এসেছে । ধিক, শত ধিক এ নেকড়ে তুল্য বিজেপি সম্প্রদায় ও তার দোসরদের ।
কাতার খুব সিদ্ধান্ত নিয়েছে । ধন্যবাদ ।