ভারত
অনাস্থা বিতর্কে মঙ্গলবার বক্তব্য পেশ করবেন রাহুল গান্ধী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৭ আগস্ট ২০২৩, সোমবার, ৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

বিরোধী বিজেপি নেতাদের অনেকেই চাননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী অনাস্থা বিতর্কে অংশ নিন। তারা রাহুলকে ভারত বিরোধী বলে নিশানা করে তার বক্তব্য রাখার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর প্রস্তাব পেশ করে জানান, নীতিগতভাবে রাহুলের বক্তব্য রাখায় কোনও আপত্তি ওঠার কথা নয়। কারণ, কংগ্রেস তাদের বক্তার তালিকা সোমবার স্পিকারের কাছে জমা দিয়েছে রাহুল সংসদে ফেরার পর। স্পিকার অন্তত রাজধর্ম পালন করুন। রাজধর্ম রক্ষার তাগিদে কিনা জানা যায়নি, স্পিকার ওম বিড়লা সোমবার বিকেলে ঘোষণা করেন রাহুল গান্ধী মঙ্গলবার অনাস্থা নিয়ে তার বক্তব্য পেশ করবেন।
ফিরে আসার পর রাহুলের হবে এটি প্রথম সংসদীয় ভাষণ। কিন্তু রাহুলকে মণিপুর নিয়ে বক্তব্য পেশ করতে দেয়ার পিছনে কারণ কী? ওয়াকিবহাল মহলের মতে, কংগ্রেসের নিজের অস্ত্রে কংগ্রেসকে বধ করার পরিকল্পনা করেছে বিজেপি। কংগ্রেসের তিনবারের শাসনে কুকি - মেইতেইদের বিরোধ যে দানা বেঁধেছে তা তারা প্রমাণ করতে চায়।