ভারত
দিলীপ কুমারের পালি হিলের বাংলো ভেঙে ফেলে বহুতল হচ্ছে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৪ আগস্ট ২০২৩, শুক্রবার, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন
বহু স্মৃতিবিজড়িত দিলীপ কুমারের পালি হিলের বাংলো ভেঙে ফেলা হচ্ছে। সেখানে করা হবে ১১ তলার একটি আবাসন। দিলীপ কুমার ঘরণী সায়রা বানু ও নির্মাণকারী সংস্থা আশরা গ্রুপের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ক্ষতে শুধু একটাই প্রলেপ-আবাসনের বেসমেন্টে দিলীপ কুমারের নামাঙ্কিত একটি সংগ্রহশালা থাকবে, যেখানে দিলীপ কুমার বিভিন্ন ফিল্মে যে পোশাক ব্যবহার করেছেন তার একটি সংগ্রহ থাকবে। যা করা উচিত ছিল মুম্বাই প্রশাসনের, তা করছে এক উদ্যোগপতি দিলীপ কুমারের বিধবা সায়রা বানুর সহায়তায়। ১ লক্ষ ৭৫ হাজার বর্গফুটের আউটস্কার্ট সমেত পালি হিলের বাংলোটি ভারতীয় ফিল্মের এক পীঠস্থান। এখানে বসেই ভারতের ট্র্যাজেডি কিং দিলীপকুমার শোনেন কে এ আসিফ এর মুঘল ই আজম এর এপিক ছবির চিত্রনাট্য। এখানে বসেই নাসিম বানু তাঁর কন্যা সায়রার সঙ্গে দিলীপ সাবের বিয়ে পাকা করেন। এই বাংলো দেখেছে বহু উত্থান এবং পতন। পেশোয়ারে ফল বিক্রেতা ইউসুফ খানের বাবা মুম্বাই চলে আসেন এখানকার একটা ক্যান্টিনে শুকনো ফল সরবরাহের বরাত পেয়ে। আর তিনি পাকিস্তানে ফেরেননি। পেশোয়ার রাজকাপুর এর প্রতিবেশী ইউসুফ ক্র্যাফোর্ড মার্কেটে ফলের দোকান চালাতেন। মাথায় ছিলো বন্ধু রাজ কাপুরের মতো সিনেমার ভূত। তারপর ইউসুফ খানের দিলীপ কুমার হয়ে ওঠা। পালি হিলের এই বাংলো কি না-যা কদিনের মধ্যে ইতিহাস হয়ে যাবে।