ভারত
মণিপুর স্বাভাবিক হচ্ছে- দাবি অমিত শাহ’র
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৮ জুলাই ২০২৩, শুক্রবার, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩৪ অপরাহ্ন
মণিপুরে স্বাভাবিক জীবনযাত্রা ফিরছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ১৮ জুলাইয়ের পর মণিপুরে আর কারও প্রাণহানি হয়নি বলে তিনি দাবি করেছেন। স্কুলগুলিতে বিরাশি শতাংশ ছাত্রছাত্রীরা ফিরে এসেছে। সরকারি অফিসগুলিতে ৭২ শতাংশ কর্মী কাজ শুরু করেছেন বলে জানান তিনি। গত ৩ মে থেকে ভয়াবহ জাতি দাঙ্গায় বিধ্বস্ত হয়েছে মণিপুর। প্রাণ গেছে দেড়শ’র বেশি মানুষের, গৃহচ্যুত হয়েছেন চল্লিশ হাজার। ২০ হাজার এর বেশি কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। অমিত শাহ বলেন, বিদ্রোহী কুকি এবং সংখ্যাগুরু মেইতেই এই সংঘর্ষ নাকি আপাতত থামানো গেছে। স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই গত ২২ দিন ক্যাম্প করে মণিপুরে রয়েছেন। তিনি নিজে তিনদিন এর মণিপুর সফরে ৪১টি সংগঠনের সঙ্গে কথা বলেছেন। রাজধানী ইমফলসহ গিয়েছেন সব থেকে উপদ্রুত চূড়াচন্দ্রপুর এবং কাঙপকোই তে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনে তিনবার করে মণিপুর সম্পর্কে খোঁজ নিয়েছেন। অমিত শাহ বলেন, এই কথাগুলো তিনি সংসদে বলতে চেয়েছিলেন। কিন্তু, বিরোধীরা সেই অবস্থা রাখেনি। তারা মণিপুর সমস্যাকে জিইয়ে রেখে রাজনৈতিক ফয়দা তুলতে চেয়েছে। উল্লেখযোগ্য, আগামী সপ্তাহে মণিপুর বিধানসভার অধিবেশন আবার বসছে। এবং দুই নারীকে নগ্ন করে প্যারেড করানো এবং পরে তাদের ধর্ষণ করার ঘটনাটির তদন্ত সিবিআই করবে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র। অমিত শাহ বলেন, দোষীরা কেউ ছাড়া পাবে না।