ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

নির্বাচিত কলাম

চলতি পথে

ধৈর্য, বৃষ্টি, লোডশেডিং ওয়েটিং ফর গডো!!!!

শুভ কিবরিয়া
১০ জুন ২০২৩, শনিবার
mzamin

পাবলিক খাতকে টুকরো টুকরো করে নতুন নতুন বৃহৎ ব্যয়ের খাত তৈরি করা হয়েছে। নতুন নতুন কোম্পানি বানানো হয়েছে। সুশাসনের নামে এইসব কোম্পানিকে সেবা খাত থেকে বাণিজ্যিক খাতে নামিয়ে দেয়া হয়েছে। নীতি দ্বারা চাপিয়ে পাবলিক খাতকে বৃহৎ লসের খাতে পরিণত করা হয়েছে। পাবলিক সেক্টরের পিডিবিকে ভেঙে দুর্বল করা হয়েছে। উৎপাদনের চাইতে কম দামে বিদ্যুৎ বিক্রির ব্যবস্থা করে পিডিবিকে বছরের পর বছর লসের চিরস্থায়ী খাতে পরিণত করা হয়েছে। তারপর ক্রমাগত প্রাইভেট খাতের আমদানি করা হয়েছে। ক্রমশ এই খাতে প্রাইভেট খাতের অংশগ্রহণকে পাবলিক খাতের চাইতে শক্তিশালী করা হয়েছে। এমনসব নীতি নেয়া হয়েছে, যেখানে আইনি-ব্যবসাগত-মুনাফাগতভাবে প্রাইভেট সেক্টর যাতে অবাধ মুনাফা করতে পারে, আর পাবলিক সেক্টর যাতে লস করতে পারে তার সুবন্দোবস্ত করা হয়েছে

বিদ্যুতের খাম্বা আছে, জেনারেটর আছে, হাজার হাজার কিলোমিটার লাইন আছে, চাহিদার দ্বিগুণ উৎপাদন ক্ষমতা আছে, হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ আছে, কিন্তু জ্বালানি নাই। তাই বিদ্যুৎও নাই।

বিজ্ঞাপন
কেন জ্বালানি নাই? কেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি সত্ত্বেও, গ্রাহক কর্তৃক বিদ্যুতের দাম পরিশোধ সত্ত্বেও বিদ্যুৎ নাই? কেন শিল্পী ও সংসদ সদস্য মমতাজের মানুষের দরজায় দরজায় বিদ্যুৎ নেবে, বিদ্যুৎ নেবে বলে ফেরি করার মডেল সত্ত্বেও বিদ্যুৎ নাই? এসব প্রশ্নের উত্তর আপাতত বিদ্যুতের প্রতিমন্ত্রী, উপদেষ্টার  কাছে নাই। তারা যেসব জবাব দিচ্ছেন তার সঙ্গে মানুষের দুর্ভোগের কোনো সংশ্রব বা সম্পর্কও নাই। বিদ্যুৎ নিয়ে তাদের বাগাড়ম্বর আর হামবড়াভাব প্রায় মাটিতে মিশে যেতে শুরু করেছে। তবুও তারা অতীত ঘেটে, বর্তমানের দুর্ভোগের যে মলম দিচ্ছেন- মানুষের দুঃখ-কষ্ট, ক্ষোভের তাতে উপশম হচ্ছে না। সেটা তারা বুঝেছেন বলে মনেও হচ্ছে না। তারা বৃষ্টির অপেক্ষা করতে বলছেন, তারা বলছেন ধৈর্য ধরার কথা। এইসব কথা তারা বলছেন সংসদে, মন্ত্রিসভার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে। যেখানে বিদ্যুৎ অনেক সময় ধরে থাকে। না থাকলেও বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ পাওয়ার হাজারটা উপায় নিশ্চিত আছে। পত্রিকায় খবর বেরিয়েছে, বিদ্যুতের একজন বড় কর্তার বাস যে অভিজাত এলাকায় সেখানে বিশেষ ব্যবস্থায় সারাক্ষণ বিদ্যুৎ চালুর সুবন্দোবস্ত আছে। অথচ গ্রামে দিনে ১০ ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে । এই যে গ্রাম-শহরে বৈষম্য তৈরি করা হচ্ছে, বিদ্যুৎ বণ্টনে, সেটাও অন্যায় এবং সংবিধানের মূল যে স্পিরিট তার সুস্পষ্ট লঙ্ঘন। কর্তারা এই অন্যায় কাজ করেও বলছেন, ধরুন ধৈর্য, করুন সহ্য। মানুষ বাধ্য হয়েই সহ্য করছে বটে, কিন্তু তারাও অপেক্ষা করছে সুযোগের?

ফেসবুকে, ইউটিউবে মনোযোগ দিয়ে মানুষের স্ট্যাটাস, কমেন্ট লক্ষ্য করলে দেখা যাবে গত একমাসে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে গেছে। বিশেষ করে আমেরিকার নতুন ‘বাংলাদেশ ভিসা নীতির মতো কাগুজে ঘোষণার পরপরই কেমন যেন ভাষা বদল ঘটে গেছে রাজনীতির। বাংলাদেশ থেকে বহু দূরের দেশ আমেরিকা। প্রধানমন্ত্রীর ভাষায় ২০ ঘণ্টা প্লেনে চেপে সাগর-মহাসাগর পাড়ি দিয়ে যেতে হয় সেখানে। সেখানে যাবার পথ, থাকার পথ বিড়ম্বিত হবার একটা কাগুজে হুমকিই কী রকমভাবে সব চেনামুখের ভাষা বদলে দিচ্ছে। যে সামরিক-বেসামরিক আমলাতন্ত্র জামায়াতে ইসলামীকে মাঠে নামতে দিতেই এতদিন নারাজ ছিলেন, তারাই এখন তাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করছেন, জামায়াতের রাজনৈতিক প্রোগ্রামের আবেদন গ্রহণও করছেন। যে আওয়ামী নেতারা বিএনপি’র সঙ্গে সংলাপের কথা শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠতেন, মনে হতো বিএনপি’র সঙ্গে সংলাপ হলে, তাদের গায়ে আগুনের হলকা এসে দাগাবে-তাদেরই কেও কেও এখন মোলায়েম সুরে জাতিসংঘের মধ্যস্থতায় রাজনৈতিক ডায়ালগের কথা বলছেন।

এই পরিবর্তন যে ঘটছে তাকে স্বাভাবিক পরিস্থিতি মনে করা যায় না। এটা তাদের মনের কথাও নয়। উল্টো হাওয়া বইলেই আবার পরিস্থিতি পাল্টে যাবে। ধরা যাক রাশিয়া-চীন-ভারতের বদৌলতে আমেরিকার কাউন্টার একটা চাপ তৈরি হলো, সরকার ও ক্ষমতাসীন দল তাহলে আবার আদিরূপে আবির্ভূত হতে বিন্দুমাত্র সময় নেবে না। উল্টোটাও ঘটতে পারে। যদি আমেরিকান চাপে সরকার ক্রমাগত বিপর্যস্ত হতে থাকে, তবে বিরোধী রাজনৈতিক দলগুলোও স্বরূপে আবির্ভূত হবে। চড়াও হবে সরকার ও সরকারি দলের ওপরে। এই যে একে অন্যকে নির্মূল করার প্রবণতার রাজনীতি, সেটাই বাংলাদেশের জন্য সবচাইতে বিপজ্জনক প্রবণতা। আমাদের রাষ্ট্র যে, রাষ্ট্র হয়ে উঠতে পারলো না, তার মূল রোগ এই প্রবণতার মধ্যেই নিহিত। এই যে স্বাধীনতার পর থেকে দেশে এত সহিংসতার ঘটনা ঘটলো, এত হত্যা, এত মৃত্যু, এত ক্যু, এত গুম-খুন, জিঘাংসার ঘটনা ঘটলো তার মূলেও এই প্রতিহিংসা এবং নির্মূলের প্রবণতা। এই মূলরোগ বজায় থাকা অবস্থায় পাশার দান যতই উল্টাক কিংবা সচল থাকুক, রাষ্ট্রনৈতিক পরিস্থিতির খুব একটা পরিবর্তন ঘটবে বলে মনে হয় না।

০২.
বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি বুঝতে হলে, এখানকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের কর্মকাণ্ডকে মনোযোগ দিয়ে বুঝতে হবে। কীভাবে এই খাতে নতুন নতুন বাঁক-বদল ঘটেছে, নতুন নতুন সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়েছে, জনগণ প্রতারিত হয়েছে- সেই মডেলটাই আমাদের সমাজে সব খাতে বহাল থেকেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের যেকোনো পরিবর্তনের ফল যেহেতু মানুষ দেখতে পায়-প্রত্যক্ষ করতে পারে, একে ঠিক কার্পেটের তলায় চাপিয়ে রাখা যায় না, ফলে এই খাতকে ও তার পরিবর্তনের ধারাকে মন দিয়ে বোঝা দরকার।

প্রথমে এই খাতে সরকারি খাতের অংশগ্রহণ ক্রমাগত কমানো হয়েছে। বিশ্বব্যাংক-আইএমএফ’র পরামর্শেই আমাদের দুর্বল সরকারগুলো দেশের বৃহত্তর স্বার্থ জলাঞ্জলি দিয়ে পাবলিক খাতকে দুর্বল করেছে। এর কায়দা ছিল দুটো। প্রথমে, পাবলিক খাতকে টুকরো টুকরো করে নতুন নতুন বৃহৎ ব্যয়ের খাত তৈরি করা হয়েছে। নতুন নতুন কোম্পানি বানানো হয়েছে। সুশাসনের নামে এইসব কোম্পানিকে সেবা খাত থেকে বাণিজ্যিক খাতে নামিয়ে দেয়া হয়েছে। নীতি দ্বারা চাপিয়ে পাবলিক খাতকে বৃহৎ লসের খাতে পরিণত করা হয়েছে। পাবলিক সেক্টরের পিডিবিকে ভেঙে দুর্বল করা হয়েছে। উৎপাদনের চাইতে কম দামে বিদ্যুৎ বিক্রির ব্যবস্থা করে পিডিবিকে বছরের পর বছর লসের চিরস্থায়ী খাতে পরিণত করা হয়েছে। তারপর ক্রমাগত প্রাইভেট খাতের আমদানি করা হয়েছে। ক্রমশ এই খাতে প্রাইভেট খাতের অংশগ্রহণকে পাবলিক খাতের চাইতে শক্তিশালী করা হয়েছে। এমনসব নীতি নেয়া হয়েছে, যেখানে আইনি-ব্যবসাগত-মুনাফাগতভাবে প্রাইভেট সেক্টর যাতে অবাধ মুনাফা করতে পারে, আর পাবলিক সেক্টর যাতে লস করতে পারে তার সুবন্দোবস্ত করা হয়েছে। পাবলিক সেক্টরে বিদ্যুৎ উৎপাদন নীতির নামে, দ্রুত বিদ্যুৎ উৎপাদন বিশেষ বিধানের নামে, বিইআরসি আইন সংশোধনের নামে-এসব অপকর্ম নিশ্চিত করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে, লুণ্ঠনমূলক মুনাফা আর লুণ্ঠনমূলক ব্যয়ের বিধান নিশ্চিত করা । আর এই পুরো প্রক্রিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে পেশাদার ব্যক্তিদের বদলে এর কর্তৃত্ব তুলে দেয়া হয়েছে অপেশাদার অকারিগরি সিভিল ব্যুরোক্রেসির হাতে। অন্যদিকে এই খাতে দেশের সক্ষমতাকে বিকলাঙ্গ করে আমদানিনির্ভর জ্বালানিনির্ভরতা তৈরি করা হয়েছে। পুরো খাতকে তৈরি করা হয়েছে দেশের ও বিদেশের বিশেষ সুবিধাপ্রাপ্ত বিনিয়োগকারীদের অবাধ মুনাফার ক্ষেত্র হিসেবে। পলিটিক্যাল ইকোনমির সোর্স হিসেবে এই খাত ভুল ও ইচ্ছাকৃত ভুলনীতির অবাধ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে। যার খেসারত দিতে হচ্ছে আমজনতাকে। একদিকে তারা সেবা পাচ্ছে না, অন্যদিকে তাদের বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। বিদ্যুতের লোডশেডিং ও বেশি দাম আমাদের দেশীয় উৎপাদন খাতকে ফেলেছে দারুণ বিপদের মুখে। এই মডেল একদিকে দেশের জ্বালানি নিরাপত্তা বিনষ্ট করেছে  অন্যদিকে জ্বালানি সুবিচার বা এনার্জি জাস্টিসকে অনিশ্চিত করে তুলেছে।
এই যে দেশের স্বার্থবিরোধী, নীতিহীন উন্নয়ন মডেল, এই মডেল ক্রমাগত সম্প্রসারিত হয়েছে অন্যান্য খাতেও।

০৩.
স্যামুয়েল বেকেটের বিখ্যাত নাটকের মতো এখন বাংলাদেশের জনগণের প্রতীক্ষা তাই একজন ‘গডো’র জন্য। এখানকার রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে সবাই এখন অপেক্ষা করছে, ‘ওয়েটিং ফর গডো’র জন্য। সেই গডো আসবেন, রাজনীতিতে সংলাপ করে দেবেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করে দেবেন, সক্ষম নির্বাচন কমিশন বানিয়ে দেবেন,  সুষ্ঠু-অবাধ-গ্রহণযোগ্য সবার অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠান তৈরি করে দেবেন, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে দেবেন, সুশাসন আনবেন, দুর্নীতি কমাবেন, দেশের মধ্যে বাড়ন্ত অর্থনৈতিক-সামাজিক বৈষম্য কমাবেন, বেগমপাড়ার বাসিন্দাদের অবৈধ সম্পদের হিসাব নেবেন- দায়ীদের বিচার করবেন, দেশের বাড়ন্ত তাপমাত্রা কমানোর জন্য পরিবেশ সুরক্ষার বিশেষ ব্যবস্থা নেবেন, শিক্ষা-স্বাস্থ্য খাতে সুনীতি আনবেন, দলদাস আমলাতন্ত্রের বদলে পেশাদার আমলাতন্ত্র চালু করবেন। হাজারো হাজারো কাজ করবার আছে সেই প্রতীক্ষিত গডোর।

প্রশ্ন হচ্ছে, সেই গডো কি কখনো আসে? নাকি প্রতীক্ষাই সার!!!
পুনশ্চ: লেখাটা শেষ করি একটি গল্প দিয়ে।
এক তরুণ শিষ্য, গুরুকে প্রশ্ন করলেন, ‘আমার একটা প্রশ্ন আছে। ধরেন, আমি একটা স্বপ্ন দেখছি। বনের ভেতর দিয়ে যেতে যেতে পথ হারিয়ে ফেলেছি। হঠাৎ খেয়াল করলাম, সামনে বাঘের আনাগোনা। আমি অন্য একটা পথ ধরলাম । দেখলাম সেদিকেও একদল সিংহ দাঁড়িয়ে আছে। এরপর আমি যেদিকেই যাচ্ছি, কোনো না কোনো হিংস্র জন্তুর দেখা পাচ্ছি। এমন পরিস্থিতিতে আমি কী করব?’
গুরু মৃদু হেসে বললেন, ‘এমন পরিস্থিতিতে তোমার উচিত ঘুম থেকে জেগে ওঠা।’

লেখক: রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক।

নির্বাচিত কলাম থেকে আরও পড়ুন

আরও খবর

   

নির্বাচিত কলাম সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status