খেলা
বাংলাদেশের প্রতি রাগ আফ্রিদির
স্পোর্টস ডেস্ক
(৩ মাস আগে) ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

এশিয়া কাপ ইস্যুতে বাংলাদেশের প্রতি নাখোশ প্রতিক্রিয়া দেখালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের ম্যাচ হলে বাংলাদেশি ক্রিকেটাররা খেলতে রাজি নন, এমন প্রতিবেদনের প্রেক্ষিতে ক্ষোভ ঝেড়েছেন তিনি। ভারত পাকিস্তানে খেলতে যাবে না। তাই সেপ্টেম্বরে এশিয়া কাপ যেন মাঠে গড়ায়, সেজন্য আয়োজক পাকিস্তান একটি হাইব্রিড মডেল প্রস্তাব করে। প্রস্তাবে বলা হয়, দুই ধাপে হবে এশিয়া কাপ। প্রথম ধাপ পাকিস্তানে, তবে ভারত তাদের ম্যাচ খেলবে আরব আমিরাতে। এরপর দ্বিতীয় ধাপের ম্যাচগুলো হবে আরব আমিরাতে। ভারত অবশ্য সে প্রস্তাবে সাড়া দেয়নি। বেঁকে বসেছে বাংলাদেশ আর শ্রীলঙ্কাও। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটাররা এই গরমে আরব আমিরাতের মাটিতে খেলতে রাজি নন।
কিন্তু এটাকে অজুহাত মনে করছেন আফ্রিদি। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে তিনি বলেন, ‘পেশাদার ক্রিকেটাররা আবহাওয়া দেখে খেলে না। আমাদের সকাল দশটায় শারজাতে ম্যাচ খেলতে হয়েছে। আমরা বাউন্ডারি লাইনে দাঁড়ালে ক্লান্ত হয়ে যেতাম। খুব গরম ছিল তখন। এটা থাকবেই। কিন্তু সেটা দিয়ে বোঝা যায়, আপনার ফিটনেস কোন লেভেলের।’
আফ্রিদি বলেন ‘যদি আপনি অজুহাত খুঁজতে যান, তবে এসব কথা বলবেন যে আরব আমিরাতে খুব গরম। আমার মনে হয় এটা কেবল অজুহাত।’
পাঠকের মতামত
tik eto koreche bangladesh
এখানে বাংলাদেশ একটি নাম মাএ। সব কিছুর মুলে ভারত কারন আমাদের ভারত প্রীতি যত সমাস্যার কারন।
আফ্রিদিতে বাংলাদেশ বিরোধী!
সব নাটেরগুরু ঐ ভারত।