ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

টেস্ট-ওয়ানডেতে রশিদকে কার্যকর ভাবেন না আকরাম

স্পোর্টস রিপোর্টার
৪ জুন ২০২৩, রবিবার

১৪ই জুন আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শেরেবাংলা মাঠে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এর আগে টেস্টে নবাগত আফগানদের বিপক্ষে লাল বলের প্রথম দেখায় লজ্জার হার বরণ করে নিতে হয়েছিল টাইগারদের। সেবার হারের পেছনে দায়ী করা হয় চট্টগ্রামের উইকেটকে। অধিনায়ক সাকিব আল হাসনের দাবিতে অতি স্পিন নির্ভর উইকেট বানিয়ে নিজেরাই বিপদে পড়ে গিয়েছিল দল। রশিদ খান, মোহাম্মদ নবীরা এলোমেলো করে দেয় টাইগার ব্যাটারদের। তাই এবারও আলোচনায় উইকেট! অধিনায়ক হলে এই প্রতিপক্ষের বিপক্ষে কেমন উইকেট চাইতেন আকরাম? তিনি জানিয়েছেন সচরাচর যেমন উইকেট হয় বাংলাদেশের তেমনই হওয়া উচিত। তিনি বলেন, ‘উইকেট তো আসলে টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। নরমালি যে ধরনের উইকেট থাকে সে ধরনের উইকেটই আমরা দিয়ে থাকি। তো আমাদের উইকেটে কিন্তু আমাদের ক্রিকেটারদের ভালো খেলার কথা। যেহেতু আমাদের ক্রিকেটাররাই বেশি খেলেছে এখানে।

বিজ্ঞাপন
সে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমি অধিনায়ক হলে ১২ মাস যেমন উইকেটে খেলি, সে ধরনের উইকেটই চাইতাম।’ 
অন্যদিকে আফগানদের অন্যতম শক্তি লেগস্পিনার রশিদ খান। শেষ টেস্টে তার বোলিংয়ের সামনেই অসহায় হয়ে পড়ে টাইগার ব্যাটাররা। তবে আকরাম খান  টেস্ট ও ওয়ানডেতে রাশিদ খানকে তেমন কার্যকর মনে করেন না।  জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘রশিদ খান অবশ্যই ভালো বোলার এবং সে কিন্তু টি-টোয়েন্টিতে ভালো করে। ওয়ানডে ও টেস্টে কিন্তু ওরকম আহামরি পারফরম্যান্স নাই। টি-টোয়েন্টিতে প্রত্যেকটা বল রানের জন্য খেলতে হয়, সুযোগ নিতে হয়। তো আপনি যদি সতর্কতার সঙ্গে খেলেন, অত কষ্ট হবে না।’

 

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status