খেলা
১৭ রানও ঠেকাতে পারলেন না ফিজ, হার চেন্নাইয়ের
স্পোর্টস ডেস্ক
(৮ মাস আগে) ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন
প্রথম ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট। শুরুটা এমন দারুণ করলেও শেষটা সুন্দর করতে পারেননি মোস্তাফিজুর রহমান। তার খরুচে বোলিংয়ের দিনে ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হেরেছে চেন্নাই সুপার কিংস।
আজ আইপিএলে নিজেদের অষ্টম ম্যাচে লখনৌর বিপক্ষে ৬ উইকেটে হেরেছে চেন্নাই। আগে ব্যাটিং করে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ১০৮ রানের উপর ভর করে ২১০ রান করে চেন্নাই। জবাবে ৩ বল বাকি রেখে জয় পায় লখনৌ। চেন্নাইয়ের মাঠ চিদারম্বম স্টেডিয়ামে এটাই রান তাড়া করে জয়ের সর্বোচ্চ রেকর্ড।
শেষ ৩ ওভারে জয়ের জন্য ৪৭ রান ডিফেন্ড করতে হতো চেন্নাইকে। ১৮তম ওভারে বোলিংয়ে এসে দুই ছক্কায় ১৫ দেন মোস্তাফিজুর রহমান। পরের ওভারে শ্রীলঙ্কান পেসার পাথিরানাও ১৫ রান খরচ করলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১৭ রানের।
শেষ ওভারে চেন্নাই মোস্তাফিজের উপর ভরসা করলেও তিনি প্রতিদান দিতে পারেননি। ১৭ রান ডিফেন্ড করতে এসে প্রথম দুই বলেই হজম করেন ছক্কা ও চার। পরের বলে নো বলসহ আছে আরও চার। পরের বলে আবার চার হজম করেন মোস্তাফিজ। ফলে ৩ বল বাকি রেখেই জয় পায় লখনৌ। ৩.৩ ওভারে মোস্তাফিজের ফিগার দাঁড়ায় ৫১ রানে ১ উইকেট।
অনেক আশাবাদী ছিলাম কিন্তু অমন ওভারে নো বল করার পর অনেক হতাশ হলাম আমাদের মুখে চুনকালি দেয়ার জন্য। স্রেফ জঘন্য বোলিং ।
১টি উইকেটের জন্য ২১ বলে ৫১ রান দেওয়াটা খুবই দূর্ভাগ্যজনক
আমি মুস্তাফিজের কোন দোষ দেখছিনা। এবার আই পি এল এর পিচ তৈরী করা হয়েছে শতভাগ ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য করে। ২৬০/২৭০/২৮০ রান ২০ ওভারে কিভাবে আসে ? যেটা এবার অহরহ হচ্ছে !! দর্শকদের আনন্দ দিতে খেলাটা একতরফা করা হচ্ছে। বোলারদেরকে জাস্ট পেটানোর জন্যই রাখা হয়েছে যেন। এতে করে দূর ভবিষ্যৎ বিবেচনায় ক্রিকেটের জন্য ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকছে না ।
ফিজ সাহেবের আইপিএল শেষ