ঢাকা, ৭ মে ২০২৪, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

নিষেধাজ্ঞার মুখে স্পেন ফুটবল

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, শনিবার

স্পেন সরকার সম্প্রতি দেশটির ফুটবল ফেডারেশন আরএফইএফ দেখভালের জন্য একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে স্পেনের  জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি) জানায়, ‘ফেডারেশনে চলমান সংকট ও স্পেনের স্বার্থ রক্ষায়’ সরকার কমিটি গঠন করেছে, যা নতুন নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবে। তবে ফিফার আইন অনুসারে, কোনো দেশের ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অবৈধ। ফলে ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজিক স্পেন এখন ফিফার নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রয়েছে। এ প্রসঙ্গে ফিফা এবং ইউরোপের ফুটবল কর্তৃপক্ষ উয়েফা জানিয়েছে, স্পেন ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ‘পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে’। গত কয়েক মাস ধরেই স্প্যানিশ রয়্যাল ফুটবল ফেডারেশনে টালমাটাল অবস্থা বিরাজ করছে। গত বছর নারী ফুটবল বিশ্বকাপে চুমু–কাণ্ডের জেরে আরএফইএফ প্রধানের পদ হারান লুইস রুবিয়ালেস। সম্প্রতি দুর্নীতির অভিযোগে আটকও হন তিনি। ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের সরকারি সংস্থা সিএসডি বৃহস্পতিবার বিশেষ কমিটি গঠনের ঘোষণার বিবৃতিতে জানায়, ‘আরএফইএফ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা ঠিক করতে এবং সংস্থাটির পুনর্জাগরণ ঘটাতে স্পেন সরকার কমিটি গঠনের সিদ্ধান্তটি নিয়েছে। ফেডারেশনের তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্বের জন্য এই কমিশনের নেতৃত্বে থাকবেন স্বীকৃত মর্যাদাবান স্বতন্ত্র ব্যক্তিরা।’ তবে ফিফা ও উয়েফা স্পেন সরকারের বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়াকে স্বাভাবিকভাবে নেয়নি ।

বিজ্ঞাপন
এক যৌথ বিবৃতিতে পরিস্থিতি মূল্যায়নের তারা জানায়, ‘সিএসডির তথাকথিত তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্ব কমিশন আরএফইএফের স্বাধীনভাবে ও সরকারি হস্তক্ষেপ ছাড়াই কার্যাবলি পরিচালনার বাধ্যবাধকতাকে প্রভাবিত করতে পারে। ফিফা এবং উয়েফা পরিস্থিতি মূল্যায়ন করতে অতিরিক্ত তথ্য চাইবে।’

এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আরআএফইএফের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পেদ্রো রোচা রুবিয়ালেসের উত্তরসূরি হওয়ার পথে একমাত্র প্রতিদ্বন্দ্বী। যদিও এক সাক্ষীর আদালতে জবানবন্দির পরিপ্রেক্ষিতে তাকেও তদন্তের আওতায় এনেছেন এক বিচারক। ফলে রোচার বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অব স্পোর্টের রায় আসার আগে সিএসডিও পদক্ষেপ নিতে পারে।

 

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status