ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

যে র‍্যাঙ্কিংয়ে দুই বিভাগেই শীর্ষে ব্রাজিল, আছে বাংলাদেশের মেয়েরাও

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৭ মে ২০২৪, মঙ্গলবার, ৩:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩০ অপরাহ্ন

mzamin

ফুটসাল ফুটবলকে নতুন মাত্রা দিয়েছে ফিফা। ফুটবলের এই সংস্করণে প্রথমবারের মতো র‍্যাঙ্কিং সিস্টেম চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে পুরুষ ও নারী, দুই বিভাগেই শীর্ষে আছে ব্রাজিল। ছেলেদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ জায়গা না পেলেও নারীদের র‍্যাঙ্কিংয়ে আছে। 

পাঁচজন নিয়ে ইনডোরে খেলা হয় ফুটবলের এই সংস্করণ। পুরো বিশ্বজুড়ে এটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এটি। ২০২১ সালে সর্বশেষ ফুটসাল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ গড়ে ২৪ লাখ মানুষ দেখেছিলেন টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে। 

৪৬০০টি ফিফা ‘এ’ ম্যাচের ফলের ভিত্তিতে ফুটসালের প্রথম র‍্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের হিসাবটা করা হয়েছে। ফিফার সদস্য দেশগুলোর মূল জাতীয় দল মুখোমুখি হলেই সেটা আন্তর্জাতিক ‘এ’ ম্যাচের মর্যাদা পায়। নতুন র‍্যাঙ্কিং পরের বিশ্বকাপের বাছাইয়ে দল নির্বাচনেও ব্যবহৃত হবে।

১৯৯২ সালে ফুটবলে প্রথমবার ডিসেম্বরে প্রথমবার র‍্যাঙ্কিং প্রবর্তন করে ফিফা। আর মেয়েদের র‍্যাঙ্কিং চালু হয় ২০০৩ সালে। এবার চালু হলো ফুটসালের র‍্যাঙ্কিং

বিজ্ঞাপন
বিশ্বকাপ ফুটবলের মতো বিশ্বকাপ ফুটসালও পাঁচবার জিতেছে ব্রাজিলিয়ানরা। র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে সেলেসাওরা। দুই নম্বরে পর্তুগাল, স্পেন তিনে আর এশিয়ার দেশ ইরান চারে ও আর্জেন্টিনা আছে পাঁচ নম্বরে। 

১৩৯টি দল জায়গা পেয়েছে ফুটসালের প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ে, এর মধ্যে নেই বাংলাদেশ। ভারত আছে ১৩৫ নম্বরে। এছাড়া মালদ্বীপ ১১০ নম্বরে ও নেপাল আছে ১২১ নম্বরে।
মেয়েদের র‍্যাঙ্কিংয়ে মোট দল ৬৯টি। 

ছেলেরা জায়গা না পেলেও মেয়েদের বিভাগে আছে বাংলাদেশ। তারা আছে ৪৪ নম্বরে। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোনো দল নেই। সবার ওপরে ব্রাজিল। দুইয়ে স্পেন, আর তিন, চার ও পাঁচে আছে পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status