খেলা
আমরা ধনী মানুষ, গরিব দেশগুলোতে লীগ খেলতে যাই না: শেবাগ
স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবারভারতীয় কোনো ক্রিকেটার অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে যান না, এটি সবারই জানা। তবে কেন, কী কারণে খেলতে যান না এটি জানার কৌতূহল অনেকের থাকলেও কোনো সদুত্তর নেই কারো কাছেই। এবার ক্রিকেটভক্তদের সেই কৌতূহলী প্রশ্নের ‘অন্যরকম’ উত্তর দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বিরেন্দর শেবাগ। একটি পডকাস্ট অনুষ্ঠানে শেবাগকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। গিলক্রিস্টের প্রশ্নটি ছিল, আপনি কি ভারতীয় কোনো ক্রিকেটারকে বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে দেখেছেন?
জবাবে শেবাগ বলেন, ‘না। আমাদের প্রয়োজন নেই। আমরা ধনী মানুষ। অন্যান্য লীগ খেলতে আমাদের গরিব দেশে যাওয়ার দরকার নেই।’
পডকাস্ট অনুষ্ঠানে শেবাগ জানান, ভারতীয় দল থেকে বাদ পড়ার পর তাকে ১ লাখ ডলারের বিনিময়ে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব হাসি দিয়েই উড়িয়ে দিয়েছিলেন শেবাগ। সেই ঘটনাকে স্মরণ করে শেবাগ বলেন, ‘আমার এখনও মনে আছে, যখন আমি ভারতীয় দল থেকে বাদ পড়েছিলাম এবং আমি আইপিএল খেলছিলাম। তখন আমি বিবিএলে (বিগ ব্যাশ) অংশগ্রহণের প্রস্তাব পেয়েছিলাম। আমি বললাম ঠিক আছে, কত টাকা দিবেন? তারা বলল ১ লাখ ডলার। আমি বলেছিলাম যে, ছুটির দিনেই আমি এই অর্থ খরচ করে ফেলি। যদিও গত রাতের বিল ১ লাখ ডলারের বেশি ছিল।’
আমার মতে ঠিকই আছে, সেবাগের মত খেলোয়াড়কে এক লাখ ডলার দিয়ে নিতে চায়...... ওরা সেবাগকে মূল্যায়ন করতে পারেনি।
এখনো Paid তোমরা খোলা আকাশের নীচে হাগুপাদু কর ঐ এক লাখ ডলার দিয়ে কিছু হাগু খানা বানাও
ইলন মাস্ক কি বলে। জেফ বেজোস কই। বিল গেটস সব সম্পদ গরীব লোক কে দিয়ে বসে আছে। টাকা।।।।
Rich People of Bangladesh, Pakistan and India are arrogant and impudent
টাকা পয়সার এত হ্যাডাম থাকলে নিজের দেশের টয়লেট সেক্টরে invest করতে পারে.... খোলা আসমানের নিচে হাগু করতে বসে কেনো তারা??
এদের কে মানুষ হিসেবে গড়ে তুলতে আবারও মোগলদের মতন শাসন প্রতিষ্ঠা জরুরী।
ওদের অহংকার বেশি তাই ইনিডয়ান
শেহবাগেরতো চারালীয় মনমানসিকতা।
Fagul
Vanity and arrogance
এক ছুটির দিনেই এক লাখ ডলার খরচে করে তাহলে ও কত টাকার মালিক ও কি আম্বানি, আদবানি, টাটার চেয়েও ধনী?
টয়লেটের অভাবে কারা যেন খোলা মাঠে হাগে ?
শুধু টাকা দিয়েই ধনী হওয়া যায় না যদি মানসিক ভাবে দরিদ্র থাকে।
ভারতীয় ক্রিকেটারদের এই ধরনের টাকার অহঙ্কার করা মোটেও ঠিক না, টাকা ধন সম্পদ এই আছে, এই নেই। আর সেবাগ আসলেই একজন অহঙ্কারী বেয়াদপ খেলোয়াড়। ওদের এইসব কারণে অন্য দেশের ফরঙ্কাইজিস দলে নেয়ায় চেষ্টা করে না মালিক পক্ষ......এরা নিজেদের ক্রিকেটের মহা পণ্ডিত ভাবে। এই ধরনের উদ্ধত আচরণ থেকে ভারতীয় ক্রিকেট খেলোয়াড়দের বেরিয়ে আসতে হবে, কারণ এই সেবাগ যদি ক্রিকেট না খেলত, তাহলে তার মতো অনেক সেবাগ ভারতের রাস্তায় ঘুরে বেড়ায়, কেউ জিজ্ঞাসাও করে না। এটা সত্যিকারের পেশাদার ক্রিকেটকে অপমান করা ছাড়া কিছু না। কই অস্ট্রেলিয়ান বা ইংল্যান্ডের খেলোয়াড়রা তো আর বড় পেশাদার খেলোয়াড়, তারা তো এই ধরনের উদ্ধত আচরণ করেন না ?? ক্রিকেট ভদ্রলোকের ও জমিদারদের খেলা.......ভারতীয় এইসব খেলোয়াড় খুবই নিম্নযাতের লোক, ক্রিকেট খেলে দুটো পয়সা উপার্জন করে নিজেদের খুব ধনী ভাবছেন ?? আসলে তারা মন মানষিকতার খুব গরীব ??
শেবাগকে আম্বানি এবং বিল গেটসের বাপ ঘোষণা করা হোক!