ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘বিশ্বকাপের আগে সব ঠিক হয়ে যাবে’

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে এগিয়ে যায় পাকিস্তান। তবে এরপর টানা দুই ম্যাচ জিতে সিরিজে লিড নেয় নিউজিল্যান্ড। বেশিরভাগ খেলোয়াড় আইপিএলে ব্যস্ত থাকায় দ্বিতীয়সারির দল পাঠিয়েছে কিউইরা। সেই দলের সঙ্গেও পেরে উঠছে না পাকিস্তান। বিশ্বকাপের এক মাস আগে এমন পারফর্মেন্স তাদের জন্য কিছুটা হলেও চিন্তার। তবে দ্বিতীয় দফায় অধিনায়কত্ব শুরু করা বাবর আজমের বিশ্বাস বিশ্বকাপের আগেই সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতিবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ রানে হারে পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৭৮ রান করে কিউইরা। জবাবে ১৭৪ রানে থামে পাকিস্তানের ইনিংস। আজ লাহোরে মাঠে গড়াবে সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচ।

বিজ্ঞাপন
সিরিজ বাঁচাতে এই ম্যাচের জয়ের বিকল্প নেই বাবর আজমের দলের। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে খেলেননি মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি। হালকা চোট থাকায় এই দুই ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান। বাবরের বিশ্বাস বিশ্বকাপের আগে দলের সবাই সুস্থ হয়ে উঠবেন। আর তাতে দলের কম্বিনেশনও সেট হয়ে যাবে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘আমরা চোটের কারণে কিছু বদল করেছি। আমাদের পরিকল্পনা ছিলো বেঞ্চের শক্তি দেখা। আমরা প্রতিদিন নতুন কিছু ও ভিন্ন কিছু করছি। আশা করছি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সব থিতু হয়ে যাবে।’ চতুর্থ ম্যাচ হারার জন্য ব্যাটারদের দায় দেন বাবর। প্রথম ছয় ওভারে বেশ কয়েকটি উইকেট হারানোর ফলেই ম্যাচ থেকে ছিটকে গেছে পাকিস্তান বলে মত তার। তিনি বলেন, তারা খুব ভালো শুরু করেছিলো কিন্তু আমাদের বোলাররা দারুণভাবে ফিরে আসে। ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে আমরা বেশি উইকেট হারিয়েছি। ফখর দারুণ খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা তাড়া করতে পারিনি।এটা ১৯০ রানের উইকেট ছিলো। তাদের আমরা তাই নাগালের মধ্যেই আটকে রেখেছিলাম।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status