ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

প্রিমিয়ার লীগে লজ্জার রেকর্ড ইউনাইটেডের দায় নিলেন কোচ

স্পোর্টস ডেস্ক
৮ মে ২০২৪, বুধবার
mzamin

ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যর্থতার বৃত্ত যেন দিন দিন আরও বড় হচ্ছে। এবার ক্রিস্টাল প্যালেসের মাঠে বিধ্বস্ত হলো দলটি। এই হারে প্রিমিয়ার লীগের নির্দিষ্ট কোনো আসরে সবচেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ড গড়ে এরিক টেন হাগের শিষ্যরা। এই ব্যর্থতার দায়ভার নিয়ে সবাইকে এক হওয়ার তাগিদ দেন ইউনাইটেড বস টেন হাগ।
গত সোমবার রাতে প্রিমিয়ার লীগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-০ গোলে হারে ইউনাইটেড। এই নিয়ে লীগে শেষ ১০ ম্যাচের চারটিতে হারলো ম্যানইউ। আর বাকি ছয় ম্যাচের চারটি ড্র, জিতেছে মাত্র দুটি। চলতি আসরে সবমিলিয়ে লীগে এটা রেড ডেভিলদের ১৩তম হার। প্রিমিয়ার লীগের নির্দিষ্ট কোনো মৌসুমে এটাই ক্লাবটির সবচেয়ে বেশি হারের রেকর্ড। আর এবারই প্রথম প্রিমিয়ার লীগের কোনো আসরে ইউনাইটেডের বিপক্ষে দুই লেগেই জিতলো প্যালেস।
ম্যাচ শেষে খেলোয়াড়দের সমালোচনা করলেও হারের দায় নিজের ঘাড়েই নেন টেন হাগ। তিনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে আপনাকে আরও ভালো পারফর্ম করতে হবে।

বিজ্ঞাপন
এই হার আমাদের প্রাপ্য আর আমি এটার দায় নিচ্ছি। এখন আমাদের এক হতে হবে আর সবাইকেই দায়িত্ব নিতে হবে।’ টানা ব্যর্থতায় ওল্ড ট্রাফোর্ডে টেন হাগের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এদিন ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয় আগামী মৌসুমেও তার ইউনাইটেডের কোচ থাকা উচিত কিনা। এক শব্দের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই।’ এর আগে এদিন ঘরের মাঠে দুই অর্ধে দুটি করে গোল করে প্যালেস। ১২তম মিনিটে বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন ক্রিস্টালের ফরাসি মিডফিল্ডার ওলিসে। ৪০তম মিনিটে তারই স্বদেশি ফরোয়ার্ড জ্যঁ-ফিলিপে মাতেতার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্যালেস।
এরপর ৫৮তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার টাইরিক মিচেল ব্যবধান আরও বাড়ান। আর আট মিনিট পর দারুণ নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন ওলিসে। আর সফরকারীদের ম্যাচে ফেরার আশাও শেষ হয়ে যায়। বিব্রতকর এই হারে উয়েফা কনফারেন্স লীগের টিকিট পাওয়ার লড়াইয়েও পিছিয়ে পড়লো এরিক টেন হাগের দল। ৩৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে তারা। প্রিমিয়ার লীগে কখনো ম্যানইউ সপ্তম স্থানের নিচে থেকে শেষ করেনি। ম্যানইউ এবারের লীগে গোল করার চেয়ে গোল হজম করেছে বেশি। এর আগে প্রথম বিভাগ লীগে ম্যানইউয়ের এমনটি সবশেষ হয়েছিল ১৯৮৯-৯০ মৌসুমে। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের গোল পার্থক্য-৩। ৫২ গোল করার বিপরীতে তারা হজম করেছে ৫৫টি। শুধু প্রিমিয়ার লীগেই যে তাদের বাজে অবস্থা চলছে বিষয়টি তা নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এখন পর্যন্ত ৮১ গোল হজম করেছে ম্যানইউ। যা ১৯৭৬-৭৭ মৌসুমের পর সবচেয়ে বেশি। ১৯৭৬-৭৭ মৌসুমেও ৮১ গোল হজম করেছিল তারা। ম্যানইউয়ের লীগে এখনো তিন ম্যাচ ছাড়াও এফএ কাপের ফাইনাল খেলা বাকি। তাই বলাই যায় এই সংখ্যা আরও বাড়তে পারে। 
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status