ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

সিরিজ জিতলেও যে ব্যাপারে সন্তষ্ট নন অধিনায়ক শান্ত

স্পোর্টস রিপোর্টার
৮ মে ২০২৪, বুধবার
mzamin

ফলে কোনো হেরফের হলো না। স্বাভাবিকভাবেই দুই ম্যাচ হাতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। যদিও প্রথম দুই ম্যাচ সহজে জিতলেও গতকালকের ম্যাচে লড়াই করেছে জিম্বাবুয়ে। তবে ডেথ ওভারে বোলারদের বোলিং নিয়ে মোটেও খুশি নন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ রানে হারায় বাংলাদেশ। আগে ব্যাটিং করে তাওহীদ হৃদয়ের ফিফটিতে ১৬৫ রান করে স্বাগতিকরা। জবাবে ১৫৬ রানে থামে সফরকারীদের ইনিংস। ১৬৫ রান তাড়ায় ৯১ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। তবে এরপর নবম উইকেট জুটিতে আকরাম ওয়েলিংটন মাসাকাদজার জুটি ম্যাচে ফেরায় তাদের। দু’জনের জুটিতে ৩০ বলে ৫৪ রান জমা হয় জিম্বাবুয়ের স্কোরবোর্ডে। এর মধ্যে প্রথম ২ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেয়া সাইফউদ্দিন ১৭তম ওভারে দেন ১৮ রান।

বিজ্ঞাপন
শেষ ৪ ওভারে ৫৪ রান প্রয়োজন ছিল জিম্বাবুয়ের, শেষ পর্যন্ত ১০ রান কম করে তারা। ম্যাচ শেষে শান্তর কণ্ঠে সিরিজ জয়ের তৃপ্তি থাকলেও ডেথ ওভারে বোলিংয়ে উন্নতির তাগিদও শোনা যায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ছেলেরা যেভাবে খেলেছে, যেভাবে নিজেদের সামর্থ্য দেখিয়েছে তাতে আমি সন্তষ্ট, বিশেষ করে হৃদয় (তাওহীদ)  জাকের আলী। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করার দরকার ছিল, শেষ ৫ ওভারে আমরা ভালো বোলিং করিনি। সামনে আমাদের এখানে উন্নতি করতে হবে। পরের ম্যাচে ভালোভাবে ফিরে আসার জন্য মুখিয়ে আছি।’ এদিন ৬০ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন হৃদয় ও জাকের। শুরু থেকে দারুণ ছন্দে থাকা হৃদয় তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৫৭ রানের ইনিংস। যেখানে তিনি হাঁকান ৩ চার ও ২ ছক্কা। আর সমান চার ও ছক্কা হাঁকানো জাকের করেন ৩৪ বলে ৪৪ রান। ম্যাচসেরার পুরস্কার ওঠে হৃদয়ের হাতেই। ম্যাচ শেষে হৃদয় বলেন, তিনি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছেন। হৃদয় বলেন, ‘আমি শুধু পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা কাজে লাগাতে চেয়েছি। উইকেট কিছুটা ধীরগতির ছিল, আমি কিছুটা সময় নিয়েছি (শুরুতে) আর আমার পার্টনারকেও একই কথা বলেছি।’ চট্টগ্রামেই সিরিজ জিতে নেয়া বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচ খেলবে ঢাকায়। আগামী ১০ ও ১২ই মে মিরপুর শেরে বাংলায় মাঠে গড়াবে সিরিজের শেষ দুই ম্যাচ। এই সিরিজ খেলার পর বাংলাদেশ দল উড়াল দিয়ে যুক্তরাষ্ট্রে। সেখানে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status