ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

আবাহনীর কষ্টার্জিত জয় জিতেছে ফর্টিস এফসিও

স্পোর্টস রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

সারা দেশে চলছে প্রচণ্ড তাপদাহ। এই তাপদাহের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। গতকাল অনুষ্ঠিত হয়েছে লীগের দুটি ম্যাচ। যার একটিতে ব্রাজিলিয়ান ব্রুনো রোচার একমাত্র গোলে শেখ রাসেলকে হারিয়ে স্বস্তি খুঁজে পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। এর আগে প্রথম লেগে শেখ রাসেলকে ৩-১ গোলে  হারিয়ে ছিল আকাশি-হলুদ শিবির। এদিকে দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি । গতকাল কিংস অ্যারেনায় ম্যাচের ১৭তম মিনিটে মিতুল মারমার প্রথম পরীক্ষা নেয় আবাহনী। বক্সের বাইরে থেকে ব্রুনোর বাঁকানো ফ্রি কিক অনেকটা লাফিয়ে ফিরিয়ে দেন শেখ রাসেল গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণের প্রতিরোধ ভেঙে বক্সে বল পেয়েছিলেন শেখ রাসেলের সেকু সিল্লাহ, কিন্তু তার শট ছুটে এসে গোলরক্ষক শহীদুল আলম সোহেল আটকে দেন। এরপর সুমন রেজার ফিরতি শট যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে।

বিজ্ঞাপন
৭৪তম মিনিটে গোছালো আক্রমণ থেকে এগিয়ে যায় আবাহনী। বদলি মিডফিল্ডার রবিউল হাসানের ক্রসে নিজের হেড ক্রসবারে লেগে প্রতিহত হওয়ার পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন ব্রুনো। গায়ের সঙ্গে সেঁটে থাকলেও ডিফেন্ডার সাগর মিয়া পারেননি ক্রসবারে লেগে আসা বল ক্লিয়ার করতে। মিতুলও যেন কিছু বুঝে উঠতে পারেননি ঠিকঠাক। শেষ দিকে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা নাইমুদ্দিনের কোনাকুনি শট আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি মিতুল। এ জয়ে ১৩ ম্যাচে সাত ছয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আবাহনী। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান, তারাও আবাহনীর চেয়ে ম্যাচ খেলেছে একটি কম। ২০১২-১৩ মৌসুমে প্রথম এবং সবশেষ লীগ জেতা শেখ রাসেল এ নিয়ে চলতি আসরে টানা তৃতীয় হারের তেতো স্বাদ পেল। ১১ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে অষ্টম স্থানে আছে তারা। 
দিনের অন্য ম্যাচে, মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। রাশেদুল ইসলাম ফর্টিসকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পা ওমার বাবু। পরে পেনাল্টি থেকে ব্যবধান কমান ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনি। তিন ম্যাচ পর জয়ে ফেরা ফর্টিস ১৬ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে উঠে এসেছে পঞ্চম স্থানে। ১০ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলেই আছে পুরান ঢাকার দল রহমতগঞ্জ।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status