ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

বিশ্বকাপের ভেন্যু দেখতে আইসিসি’র পর্যবেক্ষক দল ঢাকায়

স্পোর্টস রিপোর্টার
২২ এপ্রিল ২০২৪, সোমবারmzamin

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারে আসরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে পারে ম্যাচগুলো। বিশ্বকাপের আগে এবার সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে বাংলাদেশে এসেছে আইসিসি’র একটি পর্যবেক্ষক দল। আজ মিরপুর ও আগামীকাল সিলেট পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে পর্যবেক্ষক দলটির। আইসিসি’র ৫ সদস্যের এই পর্যবেক্ষক দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার।

এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ মোট ১০টি দল অংশ নেবে। এর মধ্যে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সরাসরি অংশ নেবে। আর বাছাইপর্ব খেলে আসবে বাকি দুটি দল। আগামী ২৫শে এপ্রিল শুরু হবে বিশ্বকাপের বাছাইপর্ব। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া বাছাইপর্বে হবে দুই গ্রুপে মোট ১০টি দল অংশ নেবে। যেখানে গ্রুপ ‘এ’তে আছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, স্কটল্যান্ড, উগান্ডা, যুক্তরাষ্ট্র এবং গ্রুপ ‘বি’তে আছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত ও ভানুয়াতু।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে/ বাংলাদেশের জন্য ভারত ‘মাইন্ড ব্লক’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status