ঢাকা, ৭ মে ২০২৪, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

চীনে ৬ পদক জিতে বিশ্বকাপে উশুকারা

স্পোর্টস রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

চীনে আন্তর্জাতিক টুর্নামেন্টে দুটি রুপাসহ ছয়টি পদক জিতেছেন বাংলাদেশের উশুকারা। ২১-২৬শে এপ্রিল জিয়াংসুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নিয়ে এই পদক জিতে গতকাল দেশে ফিরেছেন তারা। এই পদক জয়ের ফলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় সানদা বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন লাল সবুজের উশুকারা। চীনে অনুষ্ঠিত সানদা আন্তর্জাতিক টুর্নামেন্টের পুরুষ বিভাগে -৮৫ কেজিতে সুকান্ত রায় ও -৪৮ কেজিতে নয়ন শেখ রুপা জেতেন। এছাড়া পুরুষদের -৬০ কেজিতে মিলন আলী, মেয়েদের বিভাগে -৫২ কেজিতে ইভা ইয়াসমিন, -৫৬ কেজিতে শিখা খাতুন ও -৭৫ কেজিতে কচি রানী মন্ডল ব্রোঞ্জপদক জেতেন। ৩৬টি দেশের মধ্যে দলগতভাবে ১৫তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে আগামী ১১-২২শে নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠেয় সানদা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেন লাল সবুজের উশুকারা। দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন. ‘করোনাকালীন আমরা এশিয়া ও বিশ্ব উশুর অনলাইন টুর্নামেন্টে অংশ নিয়ে বেশ ক’টি পদক জিতেছিলাম। এবার উশুর তীর্থভূমি চীনে খেলতে গিয়েও ছেলে মেয়েরা দারুণ ফলাফল করেছে। ৩৬টি দেশের উশুকাদের সঙ্গে লড়াই করে ছয়টি পদক জিতে এনেছে।’ তিনি বলেন, ‘সামনে আমাদের সানদা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ।

বিজ্ঞাপন
সেখান থেকে দেশের জন্য পদক আনতে নিবিড় অনুশীলন চালিয়ে যাবে উশুকারা।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status