ঢাকা, ৭ মে ২০২৪, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

নারী ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ‘দুই ভাই’

স্পোর্টস রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

বাংলাদেশের ঘরোয়া ফুটবল চলছে বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায়। প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়নশিপ লীগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ এমনকি পাইওনিয়ার লীগও চলে বসুন্ধরার স্পন্সরে। ধারাবাহিক ভাবে নারী লীগের স্পন্সরও করে আসছিল দেশের বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানটি। নারী ফুটবল লীগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নও বসুন্ধরা কিংস। গেল ডিসেম্বরে নারী লীগ থেকে হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা দেয় চ্যাম্পিয়ন দলটি। ক’দিন আগে চিঠি দিয়ে নারী লীগের স্পন্সরও তুলে নেয় বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরার জায়গায় নতুন স্পন্সর ইউসিবি ব্যাংক নিয়ে আজ শুরু হচ্ছে নারী ফুটবল লীগ। সারা দেশে চলছে  রৌদ্রের খরতাপ। গড়ে প্রায় প্রতিদিনই ৪০ ডিগ্রি তাপমাত্রা থাকছে ঢাকা শহরে। এই অবস্থায় কমলাপুর স্টেডিয়ামের কৃত্রিম টার্ফ রোদের তাপে প্রচণ্ড গরম হয়ে পড়ে।

বিজ্ঞাপন
যেখানে ঘাসের মাঠে ফুটবল খেলতেই হাঁসফাঁস করেন ফুটবলাররা, সেখানে প্রচণ্ড গরমে দুপুর বেলায় শুরু হবে মেয়েদের লীগ। যদিও সকাল সাড়ে ৯টায়ও ম্যাচ রাখা হয়েছে লীগের। এমন গরমে কিভাবে ফুটবল খেলবে মেয়েরা? প্রশ্নের জবাবে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার অনেকটা অসহায়ের সুরে বলেন, ‘আমাদের একটাই মাঠ। আর কোনও মাঠ নেই। এই মাঠে প্র্যাকটিস করতে হয়। আবার এই মাঠে খেলতে হয়। যে কারণে সকালে ১০টায় যে খেলা ছিল সেটা অনেক কষ্টে সাড়ে ৯টায় নিয়েছি। তাছাড়া ভোর ৬টা থেকে ন্যাশনাল টিমের প্র্যাকটিস চলে। তাদের জন্য সময় দিতে হয়। এছাড়া স্টেডিয়ামে আমরা ফ্লাড লাইট ব্যবহার করতে পারবো না। কারণ সেটা ব্যবহার করতে গেলে প্রতি ম্যাচ বাবদ সাড়ে ১৩ হাজার করে টাকা বিল আসবে বাফুফের। যে বিলটা আমাদের দিতে হবে এনএসসিকে। এত টাকা আমাদের নেই।’ ৯টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের নারী ফুটবল লীগ। লীগের দলগুলো হলোÑ নাসরিন স্পোর্টস একাডেমি, বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, উত্তরা ফুটবল ক্লাব, ঢাকা রেঞ্জার্স, জামালপুর কাচারিপাড়া একাদশ ও জামালপুর সদ্যপুষ্করনী স্পোর্টিং ক্লাব। আজ উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ আপন দুই ভাই গোলাম রব্বানী ছোটন ও গোলাম রায়হান । বছর খানেক আগেও জাতীয় দল সামলানো গোলাম রব্বানী ছোটন এখন আর্মি দলের দায়িত্বে। অন্যদিকে আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ দলের কোচের দায়িত্বে গোলাম রায়হান। এই ম্যাচটি শুরু হবে বেলা পৌঁনে চারটায়। তবে তার আগে সকাল সাড়ে নয়টায় খেলবে ফরাশগঞ্জ ও উত্তরা ফুটবল ক্লাব। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার প্রত্যেক দলকে অংশগ্রহণ বাবদ ৫০ হাজার টাকা করে দিবে বাফুফে। এছাড়া চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ও রানার্সআপ দল পাবে ৩ লাখ টাকা। জাতীয় দল ও বয়সভিত্তিক দলের খেলোয়াড়রা থাকায় এবার লীগ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন জাতীয় দল ও নাসরিন স্পোর্টস একাডেমির অধিনায়ক সাবিনা খাতুন। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাফ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন দলের বেশ ক’জন খেলোয়াড় এবারের লীগে অংশ নিচ্ছে। তাই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ হবে।’

 

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status