ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

নব যাত্রায় শীর্ষ স্তরে ফেরার প্রত্যয় স্বাধীনতার

স্পোর্টস রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে শীর্ষ লীগে নিজেদের আগমনী বার্তা দিয়েছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। হারের তোতো স্বাদ দিয়েছিল সাইফ স্পোর্টিংয়ের মতো শক্তিশালী দলকে। প্রিমিয়ার লীগ থেকে নেমে গেলেও পয়েন্ট কেড়ে নিয়েছিল আবাহনী, শেখ জামালদের পরীক্ষিত দলের বিপক্ষে। চ্যাম্পিয়শিপ লীগে এসেও অবনমিত হয়ে ক্লাবটির অবস্থান এখন সিনিয়র ডিভিশন লীগে। টানা দুই মৌসুম ব্যর্থতায় ক্লাবটির কর্মকর্তা পর্যায়ে রদবদল হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে আবার লীগের শীর্ষ স্তরে ফেরার প্রত্যয়। 
স্বাধীনতা নতুন ম্যানেজমেন্টের লক্ষ্যটা বাংলাদেশ প্রিমিয়ার লীগে ফেরা। সেটা করতে হলে দুই ধাপ পেরুতে হবে। যার প্রথমটি সিনিয়র ডিভিশন ফুটবল লীগ। ঈদুল আজহার দশদিন পর শুরু হতে যাওয়া লীগে চ্যাম্পিয়ন হতে তারা গড়েছে শক্তিশালী দল। স্বপ্নদ্রষ্টা হিসেবে ক্লাবটি পেয়েছে পরীক্ষিত কোচ কামাল বাবুকে।

বিজ্ঞাপন
আর পেছন থেকে রয়েছে বড় স্বপ্নে বিভোর একদল কর্মকর্তা। নতুন সভাপতি সৈয়দ গোলাম রূপসের নেতৃত্বে স্বাধীনতা ক্রীড়া সংঘ চাচ্ছে মাঠে সেরা হয়ে ফিরতে। ক্লাবগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে লীগ কিছুটা পিছিয়ে নেওয়া হয়েছে ঈদের পরে। আগে থেকেই দল গঠন প্রক্রিয়া শুরু করা স্বাধীনতা ক্রীড়া সংঘ তাই বাধ্য হয়েই বাছাইকৃত ৩৪ খেলোয়াড়কে ছুটিতে পাঠাচ্ছে। কামাল বাবু পরিক্ষিত কোচ। তার হাত ধরেই প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়নশিপ লীগের বড়-ছোট অনেক দলকে সাফল্য পেয়েছে। এই কোচ গেল কয়েক বছর প্রিমিয়ার থেকে সরে দাঁড়ানো সাইফ স্পোর্টিং ক্লাবের ইয়ুথ ডেভেলপমেন্টের দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিলেন। ক্লাবটির ফুটবল আগ্রহ কমে যাওয়াও মাঠের মানুষ কামাল বাবুও সরে দাঁড়ান। এরপর এলাকার ক্লাব স্বাধীনতা ক্রীড়া সংঘের কর্তাদের অনুরোধে দায়িত্ব নেন শক্তিশালী দল গড়ার। নিজের মতো করে সারা দেশে ঘুরে ঘুরে পছন্দের ফুটবলারদের একত্র করে কমলাপুর স্টেডিয়ামে আয়োজন করেন ট্রায়ালে। যেই ট্রায়ালে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের খেলোয়াড়রা যেমন ছিলেন, তেমনি ছিলেন অনেক আনকোরা তরুণ যারা এসেছেন বিভিন্ন জেলা লীগে খেলে। তাদের মধ্য থেকে ট্রায়ালের মাধ্যমে প্রাথমিকভাবে বেছে নিয়েছেন ৩৪ জনকে। ক্লাব তাদের জন্য ব্যবস্থা করেছে উন্নত আবাসন ও খাওয়া-দাওয়ার। ক্লাবটির তরুণ সভাপতি রূপস বলেন, ‘আমি ফুটবলারদের কথা দিয়েছি। তাদের জন্য সর্বোচ্চ মানের ফুডিং-লজিং এবং লজিস্টিক সাপোর্ট আমরা নিশ্চিত করব। তাদের সেরা মানের চিকিৎসার ব্যবস্থা করা হবে, ক্রীড়া সরঞ্জামাদিও হবে সর্বোচ্চ মানের। যাতে অন্য ক্লাবের খেলোয়াড়রা তোমাদের দেখে হিংসে করে। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার। তাহলে ফুটবলাররা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করো। আমাদের লক্ষ্য একটাই ধাপে ধাপে এগিয়ে যাওয়া। চ্যাম্পিয়ন হতে হতে প্রিমিয়ার লীগে ফেরা।’ ক্লাবটির নতুন সাধারণ সম্পাদক মশিউর রহমানও স্বপ্নচারী মানুষ। তিনি শতভাগ আশা রাখছেন স্বপ্নদ্রষ্টা কোচ কামাল বাবুর ওপর। তিনি বলেন, ‘আমরা ৫৫ জনের মধ্য থেকে ৩৫ জনকে প্রাথমিকভাবে বাছাই করেছি। সবচেয়ে বড় ব্যাপার আমরা কামাল বাবু ভাইয়ের মতো সেরা কোচকে পাশে পেয়েছি। তার প্রতি ধন্যবাদ সারা দেশ থেকে খেলোয়াড় বাছাই করার জন্য।’ দেশের ফুটবলের সেরা স্কাউট কোচের তকমা আগেই পেয়েছেন কামাল বাবু। ঢাকার ফুটবল ছাড়াও সারা দেশের ফুটবলে থাকে তার পাখির চোখ। বিশেষ কাউকে মনে ধরলেই তুলে নিয়ে আসেন, তৈরি করেন বড় মঞ্চের জন্য। স্বাধীনতাকে নিয়ে তিনি বলেন, ‘আমরা সাদা দেশ ঘুরে ঘুরে খেলোয়াড় সংগ্রহ করেছি। চ্যাম্পিয়নশিপ লীগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ থেকে খেলোয়াড় এনেছি। তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ক্লাব কর্তারা কথা দিয়েছেন খেলোয়াড়দের প্রিমিয়ার মানের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবেন। আমরাও আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সেরার লক্ষ্যেই খেলব। তবে মনে রাখতে হবে শিরোপার সঙ্গে ভাগ্যও জড়িত।’

 

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status