ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

ভারত

বালাশোরে দুর্ঘটনাস্থলে মমতা, দিলেন পাশে থাকার আশ্বাস

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(৯ মাস আগে) ৩ জুন ২০২৩, শনিবার, ২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন

mzamin

ফাইল ছবি

কলকাতা থেকে বালাশোরে নেমেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যান বাহানাগা হাইস্কুলে। সেখানে সারি সারি মৃতদেহ। কোনোটি শনাক্ত হয়েছে, কোনোটি আবার শনাক্ত হওয়ার অপেক্ষায়। মুখ্যমন্ত্রীকে দেখে ডুকরে কেঁদে ওঠেন স্বজন হারানো মানুষগুলি। মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকার আশ্বাস দেন। বাহানাগা বাজারে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পাশে নিয়ে তিনি বলেন, এত বড় দুর্ঘটনা ঘটে গেল, কিছু কারণ তো আছেই। রেলকে সেই কারণ খুঁজে বের করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, তাঁর রাজ্যের মানুষ এই দুর্ঘটনার ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। রেলের নিয়ম অনুযায়ী তারা দশ লাখ টাকা এবং আহতরা পঞ্চাশ হাজার টাকা অর্থ সাহায্য পাবেন। রাজ্য থেকে সত্তরটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন বলে জানান মমতা।

বিজ্ঞাপন
৪০ জন চিকিৎসকও পাঠানো হয়েছে বলে তিনি জানান। যে তিনটি হাসপাতালে আহতদের রাখা হয়েছে সেখানে মমতা পৌঁছালে এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা হয়। প্রায় হাজারখানেক আহত রয়েছেন এই হাসপাতালগুলিতে। কারও পা উড়ে গিয়েছে, কারও হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। স্পেশাল ট্রেনে করে কিছু সংকটাপন্নকে কলকাতায় পাঠানো হয়েছে। মমতা পরম মমতায় কিছু আহতের মাথায় হাত বুলিয়ে বলেন, রাজ্য আপনাদের পাশে আছে। সাহস করুন। ঘুরে দাঁড়াতেই হবে।    
 

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status