ভারত
অমিতাভ-জয়ার বিয়ের পঞ্চাশ পূর্তি আজ, সাফল্যের রসায়ন ফাঁস করলেন কন্যা শ্বেতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩ জুন ২০২৩, শনিবার, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

আজ থেকে ঠিক ৫০ বছর আগে, ১৯৭৩ সালের ৩রা জুন অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন এক নাটকীয় ঘটনার মাধ্যমে। একটি সিনেমার সাফল্য উদ্যাপনের জন্য অমিতাভ তাঁর বন্ধু-বান্ধবদের নিয়ে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বন্ধুদের তালিকায় ছিলেন জয়া ভাদুড়ী। অমিতাভের বাবা বিশিষ্ট কবি হরিবংশ রাই বচ্চন বলেন, জয়াকে নিয়ে লন্ডন যেতেই পারো, কিন্তু তার আগে ওকে বিয়ে করতে হবে। বাবার নির্দেশ কোনোদিন অমান্য করেননি অমিতাভ। এবারও করলেন না। তড়িঘড়ি বিয়ের আসর বসলো। এক হয়ে তবেই লন্ডন গেলেন অমিতাভ-জয়া। আজ পঞ্চাশ পূর্তি তাঁদের বিয়ের। এর মধ্যে বহু ঘাত-প্রতিঘাত এসেছে তাঁদের জীবনে। অমিতাভ ফ্লপ হয়েছেন কর্মজীবনে, ব্যবসায়িক জীবনে এবিসিএল করে তিনি বিপন্ন হয়েছেন- সর্বোপরি সুন্দরী রেখা তাঁর জীবনে এসেছেন আদার ওম্যান হিসেবে। দুজনের সম্পর্কের নিবিড়তা সিনেমার পর্দাতেও এসেছে সিলসিলা ছবিটির মাধ্যমে। কিন্তু অমিতাভ-জয়ার সম্পর্ক ঠাসবুনোট হয়ে আছে। অমিতাভ-জয়ার কন্যা শ্বেতা আজ বাবা-মায়ের বিয়ের পঞ্চাশ পূর্তিতে এই বিয়ে টিকে যাওয়ার রহস্য ব্যক্ত করেন। তিনি লিখেছেন, মায়ের সব কথা শুনে চলেছেন বাবা। কারণ বাবা জানতেন ওয়াইফ ইজ অলওয়েজ রাইট। তাই, এই নীতি নেয়ার জন্য বিয়েটা থেকে যায়। আমি মনে করি আমার মায়ের থেকেও বাবার অবদান বেশি এই বিয়ে টিকিয়ে রাখার জন্যে। অমিতাভ-জয়ার বিয়ের পঞ্চাশ পূর্তি উপলক্ষে শনিবার সকাল থেকে শুভেচ্ছা আর পুষ্পস্তবকের বন্যা বয়ে যাচ্ছে অমিতাভের বাড়ি জলসায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অমিতাভ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।