খেলা
আবাহনীর বিপক্ষে চমক খেলাঘরের
স্পোর্টস রিপোর্টার
১ জুন ২০২৩, বৃহস্পতিবারনারীদের ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) গতকাল দিনের একমাত্র খেলায় জয় পায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেডকে এদিন ৮ রানে হারায় তারা। আগে ব্যাটিং করতে নেমে ৪৪ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় খেলাঘর। ব্যাটারদের ব্যর্থতার দিনে দলের ঢাল হয়ে দাঁড়ান বোলাররা। যেখানে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন। তাদের তোপের মুখে ১৬২ রানে গুটিয়ে যায় আবাহনী।
খেলাঘরের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করেন আবাহনীর দুই ওপেনার শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন। দুজনে মিলে গড়েন ৬১ রানের জুটি। মুর্শিদা করেন ৩২ রান আর শামিমার ব্যাট থেকে আসে ৬২ রান। দুজনকেই ফেরান ফাহিমা খাতুন। তারা ফেরার পর শিবানি সিং ও শম্পা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]