খেলা
আবাহনীর বিপক্ষে চমক খেলাঘরের
স্পোর্টস রিপোর্টার
১ জুন ২০২৩, বৃহস্পতিবারনারীদের ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) গতকাল দিনের একমাত্র খেলায় জয় পায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেডকে এদিন ৮ রানে হারায় তারা। আগে ব্যাটিং করতে নেমে ৪৪ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় খেলাঘর। ব্যাটারদের ব্যর্থতার দিনে দলের ঢাল হয়ে দাঁড়ান বোলাররা। যেখানে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন। তাদের তোপের মুখে ১৬২ রানে গুটিয়ে যায় আবাহনী।
খেলাঘরের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করেন আবাহনীর দুই ওপেনার শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন। দুজনে মিলে গড়েন ৬১ রানের জুটি। মুর্শিদা করেন ৩২ রান আর শামিমার ব্যাট থেকে আসে ৬২ রান। দুজনকেই ফেরান ফাহিমা খাতুন। তারা ফেরার পর শিবানি সিং ও শম্পা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। শম্পা ফেরেন ১২ রানে আর শিবানি করেন ২২ রান। এরপর শেষদিকে অধিনায়ক জাহানার আলমের ১৯ ছাড়া আর কেউ বলার মতো কিছু করতে পারেনি। ৪ রানে শেষ তিন উইকেট হারিয়ে ১৬২ রানে থামে আবাহনীর ইনিংস। তখনও বাকি ইনিংসের ১১ বল। এর আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরুতেই সানজিদাকে হারায় খেলাঘর। তিনি ফেরেন মাত্র ৫ রান করে। এরপর আরেক ওপেনার দিলারা আক্তার ও অধিনায়ক লতা মণ্ডল মিলে দলের হাল ধরেন। দলীয় ৪৬ রানে দিলারা ফেরার পরের বলেই ফেরে তাজ। দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে ট্রাকে ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লতা ও স্বর্ণা। দুজনে মিলে গড়েন ৭৫ রানের জুটি। দলীয় ১২১ রানে সাজঘরে ফেরার আগে ৩২ রান করেন স্বর্ণা। এক রানের ব্যবধানে উইকেট হোরান ফাহিমা খাতুনও! এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে খেলাঘরের ব্যাটিং। দলীয় ১৬৯ রানে ফেরার আগে ইনিংস সর্বোচ্চ ৭২ রান করেন লতা। খেলাঘর অলআউট হয় ১৭০ রানে।