বাংলারজমিন
মৌলভীবাজারে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন ও স্মারকলিপি
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১ জুন ২০২৩, বৃহস্পতিবারমৌলভীবাজারে চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক, পেশাজীবী সংগ্রাম পরিষদ। গতকাল দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক, পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক সৈয়দ নকীবুর রহমান’র সভাপতিত্বে মানববন্ধনে সংগ্রাম পরিষদের সদস্য সচিব মো. রেদওয়ান, মো. আব্দুল মুমিন, মৌলভীবাজার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) মৌলভীবাজার পলিটেকনিক শাখার সভাপতি কামরান আহমদসহ সকল স্তরের সদস্য ও প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]