বাংলারজমিন
আওয়ামী লীগ নেতার হাতে নির্যাতনের শিকার ভূমি কর্মকর্তা
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
১ জুন ২০২৩, বৃহস্পতিবারনেত্রকোনার মদনে এক ইউনিয়ন আওয়ামী লীগের নেতার হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুর রাজ্জাক। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত মঙ্গলবার রাতে ওই নেতার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জমির তথ্য জানতে ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে যান ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেনু তালুকদার। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুর রাজ্জাক ওই নেতাকে একটু অপেক্ষা করতে বলেন। এতে রেনু উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রেনু তালুকদার সহকারী ভূমি কর্মকর্তার শার্টের কলার ধরে কিল-ঘুষি মারতে শুরু করেন। অফিসে থাকা অন্য লোকজন তাকে শান্ত করে অফিসের বাইরে নিয়ে যান। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহানুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থল পৌঁছে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সদরে নিয়ে যান।
ফতেপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রেনু তালুকদার জানান, জমির দাগ নম্বরের তথ্য জানতে ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছিলাম। তিনি তথ্য না দিয়ে আমার সঙ্গে খারাপ আচরণ করেন। এ নিয়ে কথা কাটাকাটি হলে নায়েব সাহেব আমার গায়ে হাত তোলেন। পরে হাতাহাতির ঘটনা ঘটেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহনুর রহমান জানান, মঙ্গলবার মারধরের খবর পেয়ে আমি ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসের গিয়ে পুলিশের সহায়তায় আব্দুর রাজ্জাককে উদ্ধার করে সদরে নিয়ে আসি। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ফতেপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে মারপিটের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেনু তালুকদারের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে মামলা হওয়ার পরও অভিযুক্ত নেতা উপজেলা সদরে প্রকাশ্যে চলাফেরা করছে বলে অভিযোগ রয়েছে।