বিশ্বজমিন
পাকিস্তানের প্রধান বিচারপতিকে সরিয়ে দেয়ার হুমকি
মানবজমিন ডেস্ক
(৩ মাস আগে) ৩০ মে ২০২৩, মঙ্গলবার, ৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৭ অপরাহ্ন

প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি প্রধান বিচারপতি পার্লামেন্টের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানান, তাহলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেবে পার্লামেন্ট। সুপ্রিম কোর্টে আমরা ‘ওয়ান-ম্যান শো’র ইতি দেখতে চাই। অডিও ফাঁসের ঘটনা তদন্তে ৫ বিচারকের বৃহত্তর বেঞ্চে শুনানি হবে। তাতে প্রধান বিচারপতি থাকবেন। এ কারণে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন খাজা আসিফ। জাতীয় পরিষদে মঙ্গলবার তিনি বলেন, যদি আমাদের রিট আক্রমণের শিকার হয়, তাহলে হাউজ এর জবাবে পাল্টা হামলা চালাবে। খাজা আসিফ আরও বলেন, ফাঁস হওয়া অডিও নিয়ে সরকার একটি কমিশন গঠন করেছে। কিন্তু প্রধান বিচারপতি তাদের কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছেন। পার্লামেন্ট যেহেতু স্বাধীন, তাই পার্লামেন্টকে নির্দেশনা দিতে পারে না বিচার বিভাগ।
পাঠকের মতামত
একজন ইমরান খান ও একজন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল পুরো পাকিস্তানের শাসক ও সেনাবাহিনীর গুম হারাম করে দিয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তাদের দু‘জনকে গিলে খেয়ে ফেললে আপদ শেষ হয়ে যাবে। পাকিস্তানের এই রাজনৈতিক কুটচক্রের কারণেই আজ পাকিস্তান দুই ভাগে ভাগ হতে বাধ্য হয়েছিল। তারপরও তাদের বোধোদয় হলো না। পাকিস্তানের মতো আমাদের দেশেও একই অবস্থা চলমান আছে। তবে পাকিস্তানে বিচার বিভাগ যতটুকু স্বাধীন আছে আমাদের দেশে তাও নেই।
মন্দ না! প্রধান বিচারপতিকে সরিয়ে দেয়ার ক্ষেত্রে বিশ্বের অনেক দেশের অনেক অভিজ্ঞতা আছে! পাকিস্তান সেই অভিজ্ঞতা কাজে লাগালে ১০০% কাজ হবে! বিফলে মূল্য ফেরত!