বাংলারজমিন
সীতাকুণ্ডে যুবদলের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৫
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
(৩ মাস আগে) ২৮ মে ২০২৩, রবিবার, ১১:১৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ড থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ও যুবদলের ৫ নেতাকর্মী এবং ৮ জুয়াড়িসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল গ্রেপ্তারকৃত আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবদল নেতারা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবু সিদ্দিক বাল্লা, সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রেজাউল করিম সাদ্দাম ও পৌরসভার যুবদলের কর্মী আকবরসহ ৫ জন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, নাশকতা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও জুয়াড়িসহ মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করে কোর্ট প্রেরণ করা হয়েছে।
অপরদিকে ৫ যুবদলের নেতাকর্মীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবি করেন সীতাকুণ্ড উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]