বাংলারজমিন
মানবজমিনে সংবাদ প্রকাশের পর
নবজাতককে বিক্রির অভিযোগে হাসপাতাল বন্ধ করলো প্রশাসন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২৮ মে ২০২৩, রবিবারগাজীপুরের শ্রীপুরে নবজাতককে বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করার সংবাদটি দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশ হওয়ার পর টনক নড়ে প্রশাসনের। গত শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত নিউ এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড প্যাথলজি সেন্টারকে বন্ধ করে দিয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নবজাতককে বিক্রি করে দিয়ে হাসপাতালের বিল আদায় করার বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
জানা যায়, শ্রীপুর পৌর শহরের চৌরাস্তায় অবস্থিত নিউ এশিয়া ডায়াগস্টিক অ্যান্ড প্যাথলজি সেন্টার নামক হাসপাতালে গত ২১শে মে প্রিয়া আক্তার প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে যান। হাসপাতালের ব্যয় বহন করার মতো টাকা ছিল না রাসেল-প্রিয়া দম্পতির। নবজাতককে বিক্রি করে দিলে হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর টাকার ব্যবস্থা করে দেবেনÑএমন প্রস্তাবে উপায়ন্তর না দেখে রাজি হন প্রিয়া। জাহাঙ্গীর নবজাতককে অজ্ঞাত ব্যক্তির নিকট ৩০ হাজার টাকা বিক্রি করেছে বলে রাসেল দম্পতিকে জানায়। কিন্তু অভিযোগ রয়েছে, ২ লাখ টাকার বিনিময়ে কন্যা সন্তানকে বিক্রি করে হাসপাতালের পরিচালক মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। সেই টাকা থেকে ১৬ হাজার টাকা হাসপাতালের বিল কেটে প্রিয়াকে ১৪ হাজার টাকা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে। বিষয়টি প্রকাশ পেলে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সংক্রান্ত শুক্রবার দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিয়টি প্রশাসনের নজরে আসে।
শুক্রবার বিকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ওই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। হাসপাতালের লাইসেন্স না থাকায় হাসপাতালটি বন্ধ ঘোষণা করেন। অপরদিকে নবজাতককে বিক্রি করে হাসপাতালের বিল আদায় ও বাচ্চা উদ্ধারের বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে ওসি তদন্ত জানিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধিসহ ওই হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স হাল নাগাদ না থাকায় হাসপাতালের দুটি ইউনিট পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। বিভিন্ন অনিয়মের কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালে ২ জন রোগী ভর্তি আছে শনিবার সকালে তাদের ছাড়পত্র দেয়ার পর আর কোনো রোগী চিকিৎসা বা ভর্তি করতে পারবে না বলে আদেশ দেয়া হয়েছে।