ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

৩৪ বলে সেঞ্চুরি ‘বোলার’ অ্যাবটের

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৩, রবিবারmzamin

তার মূল দায়িত্ব বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের দ্রুত ড্রেসিংরুমে ফেরত পাঠানো। সেই তিনিই কিনা ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালালেন। টি-টোয়েন্টিতে যার সর্বোচ্চ রান ছিল ৪১, সেই কিনা করে বসলেন রেকর্ডগড়া বিধ্বংসী এক সেঞ্চুরি! বলছি, অস্ট্রেলিয়ান ক্রিকেটার শন অ্যাবটের কথা। 
গত শুক্রবার টি-টোয়েন্টি ব্লাস্টে কেন্টের বিপক্ষে ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল সারে। সেই সময়ে ব্যাটিংয়ে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শন। যেটা কেউ কল্পনাও করেননি, সেটাই যেন বাস্তবে রূপ দেওয়া শুরু করেন তিনি।
শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করা শন ফিফটি স্পর্শ করেন ২২ বলে। এরপর সেঞ্চুরি পূর্ণ করেন ৩৪ বলে।  ৪১ বলে ১১০ রানের অপরাজিত ইনিংসে চারটি চারের সঙ্গে হাঁকান ১১ ছক্কা। এর মধ্যে ১৭তম ওভারে কেন রিচার্ডসনের এক ওভারে নেন ৩০ রান।
টি-টোয়েন্টি ব্লাস্টের ইতিহাসে এটাই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে ২০০৪ সালে কেন্টের জার্সিতে ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েন প্রয়াত অজি ব্যাটার অ্যান্ড্রু সাইমন্ডস। 
স্বীকৃত্রর টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অবশ্য ক্যারিবিয়ান ব্যাটার ক্রিস গেইলের দখলে। আইপিএলে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করার রেকর্ড আছে তার। 
অ্যাবটের বিধ্বংসী সেঞ্চুরিতে ২০ ওভারে ২২৩ রান সংগ্রহ করে সারে। লক্ষ্য তারা করতে নেমে ড্যানিয়েল বেল-ড্রামন্ড এবং তাওয়ান্ডা মুয়েয়ের ওপেনিং জুটিতে ১০৮ রান তুলে দুর্দান্ত শুরু পায় কেন্ট। কিন্তু সেটা শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি। 
ওপেনারদের বিদায়ের পর আর কেউই উইকেটে থিতু হতে পারেননি। সর্বোচ্চ মুয়েই করেন ৫৯ রান আর ড্রামন্ডের ব্যাট থেকে আসে ৫২ রান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৮২ রানে থামে কেন্টের ইনিংস।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status