বিশ্বজমিন
প্রধান বিচারপতিকে মরিয়ম নওয়াজ: আপনার শাস্তি পাওয়া উচিত
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৮ অপরাহ্ন

প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের বিরুদ্ধে তোপ দাগলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। ফাঁস হওয়া একটি অডিওর বিষয়ে উচ্চ পর্যায়ে বিচার বিভাগীয় কমিশনের কার্যক্রমে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেয়ার একদিন পর প্রধান বিচারপতির বিরুদ্ধে শনিবার তুখোর সমালোচনা করেন মরিয়ম। এর আগের দিন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৫ বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই অডিও তদন্তে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় সরকার যে নোটিফিকেশন জারি করে, তা স্থগিত করে দেয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মরিয়ম বলেন, কমিশনের কাজ আটকে দিতে প্রধান বিচারপতি যা করেছেন তাতে প্রমাণ হয় যে তিনি দোষী। বিচারের সর্বোচ্চ পদে যে ব্যক্তি বসে আছেন, তিনি তার পদ ব্যবহার করে জবাবদিহিতাকে এড়িয়ে যাচ্ছেন। প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি আপনি এবং আপনার শাশুড়ি স্বচ্ছ হন, তাহলে আপনাদের বিচারের মুখোমুখি হতে হবে না? নাকি প্রধান বিচারপতি হওয়ার কারণে আইন আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়? এসব কথা টুইটারে লিখেছেন মরিয়ম। তিনি আরও বলেছেন, আইন, বিচার বিভাগ নিয়ে মস্করা করে তিনি নিজের পরিবারকে রক্ষা করতে চাইছেন। এ জন্য তার শাস্তি পাওয়া উচিত। এ খবর দিয়েছে অনলাইন জিও টিভি।