বিশ্বজমিন
এরদোগান নাকি কেমাল? ফয়সালা আজ
মানবজমিন ডেস্ক
২৮ মে ২০২৩, রবিবার
রিসেপ তায়্যিপ এরদোগানের ক্ষমতা আরও পাকা হবে, নাকি তার দীর্ঘ সময়ের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে তা কেড়ে নেবেন কেমাল কিলিচদারোগলু! এ প্রশ্নের সমাধান হয়ে যাবে আজ রোববার। এদিন তুরস্কে দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে যে প্রার্থীই সর্বোচ্চ ভোট পাবেন, তিনিই হবেন নতুন প্রেসিডেন্ট। এরই মধ্যে কয়েক লাখ সিরিয়ান শরণার্থীকে বহিষ্কারের প্রত্যয় ঘোষণা করেছেন বিরোধী দলগুলোর প্রার্থী কেমাল। অন্যদিকে তার বিরুদ্ধে ঘৃণাপ্রসূত বক্তব্যের জন্য অভিযুক্ত করেছেন এরদোগান। তিনি বলেছেন, কেমাল কিলিচদারোগলু বিজয়ী হলে বিজয়ী হবে সন্ত্রাসীরা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রথম রাউন্ডের ভোটে বিরোধী প্রার্থী কেমাল ২৫ লাখ ভোটে পিছিয়ে আছেন।
১৪ই মে প্রথম রাউন্ডে প্রেসিডেন্ট এরদোগান পান শতকরা ৪৯.৫ ভাগ ভোট। কেমাল কিলিচদারোগলু পান শতকরা ৪৪.৯ ভাগ ভোট। কোনো প্রার্থীই শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ার কারণে দ্বিতীয় রাউন্ডে গড়ায় নির্বাচন। জাতিসংঘের হিসাবে তুরস্কে অবস্থান করছেন ৩৭ লাখ শরণার্থী। নির্বাচনে বিশেষ করে সিরিয়ার শরিণার্থীদের ওপর চাপ বেড়েছে। তুরস্কে তাদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে এসব শরণার্থী গভীরভাবে উদ্বিগ্ন। তাদের একজন হাবিব (২৩) বলেন, নির্বাচনের পর কী হবে কিছুই জানি না। নির্বাচনের প্রার্থীরা, রাজনীতিকরা বলছেন সব সিরিয়ানকে দেশে ফেরত পাঠাবেন। এ সময়ে আমরা সবাই উদ্বিগ্ন।