বিশ্বজমিন
৫৮ কেজি কোকেন জব্দ, নাৎসি পতাকা ও হিটলারের নাম নিয়ে রহস্য
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৫ পূর্বাহ্ন

পেরুতে জব্দ হলো কোকেনের বিশাল চালান। দেশটির মাদক-বিরোধী পুলিশের অভিযানে ৫৮ কেজিরও বেশি কোকেন জব্দ করা হয়। এক কেজি করে মোট ৫৮টি কোকেনের প্যাকেট উদ্ধার করে পুলিশ। তবে প্রতিটি প্যাকেটের ওপর ছিল একটি করে নাৎসি পতাকা ও হিটলারের নাম ছাপা। এখন কোকেনের সঙ্গে এই নাৎসি পতাকার সম্পর্কের রহস্য উদ্ধারে নেমেছে পুলিশ।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, বেলজিয়ামের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল ওই বিপুল পরিমাণ কোকেন। তবে পেরুর উত্তরাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় বন্দর পাইতাতে তার হদিস পায় পুলিশ। বন্দরটি ইকুয়েডর সীমান্ত থেকে একদমই কাছে অবস্থিত। মাদকের প্যাকেটগুলো শিপিং কন্টেইনারের মধ্যে লুকানো ছিল। লাইবেরিয়ার পতাকাবাহী এসসি অ্যানিশা আর জাহাজে করে কোকেনের প্যাকেটগুলো পাচার করা হচ্ছিল। জাহাজটির এই মাদক নিয়ে বেলজিয়ামের একটি বন্দরে যাওয়ার কথা ছিল।
এর আগেও পেরুর কর্তৃপক্ষ ইট আকৃতির এমন কোকেনের প্যাকেট জব্দ করেছে। কিন্তু কখনও নাৎসি জার্মানির পতাকা দেখতে পায়নি। পেরুতে প্রতি বছর ৯০ টন মাদক উৎপাদিত হয়। মূলত সমুদ্র পথেই এসব মাদক ইউরোপে পাচার করা হয়। এছাড়া ছোট বিমানে করেও হচ্ছে মাদক পাচার। কোকেন উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে পেরু। প্রথম স্থানে রয়েছে কলম্বিয়া।