বিশ্বজমিন
জাপানের নাকানোতে স্পিকারের ছেলের ছুরি হামলা, নিহত পুলিশসহ ৪ জন
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫১ অপরাহ্ন

জাপানের নাকানো শহরে ছুরি হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে আছেন দুই পুলিশ সদস্যও। হামলা চালিয়েছেন মাসানোরি আওকি নামের এক ব্যক্তি। তিনি নাকানোর শহর পরিষদের স্পিকারের ছেলে। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে জানানো হয়, এই ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। ৩১ বছর বয়সি মাসানোরি বৃহস্পতিবার বিকালে হামলা শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান যে, হামলাকারী দৌড়ে দৌড়ে মানুষকে হত্যা করছিল। এমন সময় পুলিশ পৌছালে তাদের টার্গেট করে ঐ হামলাকারী শিকার করার বন্দুক দিয়ে গুলি চালায়। পুলিশ কর্মকর্তারা গাড়ির ভেতরে ছিলেন। হামলাকারী তার বন্দুকটি গাড়ির জানালায় ধরে দুইবার গুলি করে। নিহত ঐ দুই পুলিশ কর্মকর্তা হলেন ইয়োশিকি তামাই (৪৬) ও তাকু ইকেওচি (৬১)।
জাপানে সহিংস ঘটনার উদাহরণ কম। সেখানে বন্দুক আইনও বেশ কড়া। তবে গত জুলাই মাসে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে দিনের বেলায় গুলি করে হত্যা করা হয়। এছাড়া গত মাসে বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার দিকে বিস্ফোরক ছোঁড়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।