ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ইসরাইলে হামলায় সক্ষম প্রিসিশন গাইডেড মিসাইলের সফল পরীক্ষা ইরানের

মানবজমিন ডেস্ক

(১০ মাস আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৯ পূর্বাহ্ন

mzamin

নতুন প্রজন্মের একটি প্রিসিশন গাইডেড ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। খাইবার-৪ নামের এই ক্ষেপণাস্ত্রটি গত বৃহস্পতিবার সকালে উৎক্ষেপণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আসতিয়ানি। এ খবর দিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে।

খবরে জানানো হয়, ইরাকের সাবেক শাসক সাদ্দামের বাহিনীর কবল থেকে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ‘খুররামশাহর’ মুক্ত করার ৪১তম বার্ষিকীতে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০০ কিলোমিটার। ফলে এটি দিয়ে ইসরাইলের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম হবে ইরান। দেশটির তরফে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা যেমন বাড়ানো হয়েছে, তেমনি উন্নত গাইডেন্স এবং কন্ট্রোল সিস্টেমও ব্যবহার করা হয়েছে। তাতে ক্ষেপণাস্ত্রের সামগ্রিক কার্যক্ষমতা এবং শক্তি অনেক বেড়েছে। 

এই ইরানের সামরিক শক্তিকে আরো অনেকটা বাড়িয়ে তুলবে বলে দাবি করেছে দেশটি। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী আসতিয়ানি বলেন, আমরা আমাদের দেশ এবং ইসলামি বিপ্লবের অর্জনকে রক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এটিই হচ্ছে আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বার্তা।

বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা ইরানের সশস্ত্র বাহিনীকে ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান প্রতিরক্ষা এবং আরো অনেক কিছু দিয়ে সজ্জিত করতে যাচ্ছি। এতে কোনো সন্দেহ নেই- ভবিষ্যতে আরো অনেক অর্জনই উন্মোচন করা হবে।
খাইবার -৪ ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক একটি ক্ষেপণাস্ত্র যার নকশা করেছেন ইরানের সামরিক বিশেষজ্ঞরা। এটি হচ্ছে তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ায় মৃতের সংখ্যা ১৪৩, সব অপরাধী গ্রেপ্তার/ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কানে তোলেননি পুতিন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status