বিশ্বজমিন
ইরান ও বেলজিয়ামের মধ্যে বন্দী বিনিময়ে সমঝোতা
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

ইরান ও বেলজিয়ামের মধ্যে বন্দী বিনিময়ে সমঝোতা হয়েছে। এই সমঝোতায় মধ্যস্ততা করেছে ইরানের প্রতিবেশী আরব দেশ ওমান। এর অধীনে দুই দেশ একে অপরের আটক বন্দীদের মুক্তি দিতে সম্মত হয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, শুক্রবার ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দিয়ে সমঝোতার বিষয়টি নিশ্চিত করা হয়। এরইমধ্যে তেহরান ও ব্রাসেলস থেকে এসব বন্দিদের ওমানের রাজধানী মাসকটে নিয়ে আসা হয়েছে। তবে এখনও বন্দী বিনিময় সম্পন্ন হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়নি ওই বিবৃতিতে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এক বিবৃতিতে বলেন, ত্রাণ কর্মকর্তা ওলিভিয়ার ভান্দেক্যাস্তিলি মুক্তি পেয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও ওমানের ঘোষণাকে পুনরাবৃত্তি করা হয়েছে। তবে এর বাইরে কোনো বিস্তারিত প্রকাশ করেনি দেশটি। ইরান বহুদিন ধরেই তাদের এক কূটনীতিককে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। ওই কূটনীতিককে ফ্রান্সে বোমা হামলার পরিকল্পনারত অবস্থায় গ্রেপ্তার করা হয়।