শেষের পাতা
নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে- ইসি আলমগীর
স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৩, শুক্রবার
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রসহ সকল প্রার্থীরা নির্বাচন ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বলেছেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। সবাই সন্তুষ্ট। গতকাল বিকাল সাড়ে ৫টায় ইসি ভবনে নির্বাচনের পরিস্থিতি নিয়ে এমন প্রতিক্রিয়া জানান এই নির্বাচন কমিশনার।
তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রিটার্নিং অফিসার, মিডিয়া ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দলসহ সবার কাছ থেকে খবর পেয়েছি গাজীপুর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। বেশকিছু জায়গায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণের প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, নির্বাচনের শেষ সময় কেন্দ্রের বেষ্টনীর মধ্যে কেউ উপস্থিত থাকলে তাদের ভোট না নেয়া পর্যন্ত নির্বাচন অব্যাহত রাখতে হবে। এটা ব্যালটের ক্ষেত্রে যে নিয়ম, ইভিএম’র ক্ষেত্রে একই নিয়ম। ইভিএম’র ক্ষেত্রে কারও কারও একটু বুঝতে দেরি হয় এজন্য হয়তো ভোট দিতে দেরি হতে পারে।
বিভিন্ন কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা ছিল যা সিসি ক্যামেরায় ধরা পড়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের ৪ হাজার সিসি ক্যামেরা একসঙ্গে দেখা সম্ভব না। পর্যায়ক্রমে দেখতে হয়। তবে আমাদের উদ্যোগটার জন্য মানুষ অন্যায় কাজ করতে ভয় পেয়েছে। তাছাড়া এখানে বসে দেখে যেসব জায়গায় অনিয়ম আমাদের চোখে পড়েছে আমরা তার ব্যবস্থা নিয়েছি।
পাঠকের মতামত
The new US visa policy made a disruption, cast doubt and instill fear on election officials so they didn't directly involved in election manipulation. The delayed in election result declaration was an attempt to manipulate the election but at the end, nobody takes the risk of being the first in sanction list. A neutral government can only ensure a free, fair and genuine election.