বাংলারজমিন
রাজাপুরে বাচ্চার খাবার কিনতে গিয়ে নিখোঁজ মা
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
২৬ মে ২০২৩, শুক্রবারঝালকাঠির রাজাপুরে বাচ্চার খাবার (দুধ) কিনতে গিয়ে লিজা আক্তার (২৩) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। ২২শে মে সকালে উপজেলার পিংড়ী এলাকায় বাবা বাদল হাওলাদারের বাড়ি থেকে রাজাপুরে যাওয়ার সময় নিখোঁজ হয় ওই তরুণী। নিখোঁজের ঘটনায় লিজার পিতা বাদল হাওলাদার ২৫শে মে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। লিজার পিতা বাদল হাওলাদার জানায়, আমার মেয়ে লিজা আক্তারের বয়স ২৩ বৎসর। তিনি গত সোমবার (২২শে মে) সকাল ৯টার সময় আমার বাড়ি থেকে তার বাচ্চার খাবার দুধ কেনার জন্য রাজাপুর বাজারে রওনা হয়।
পরবর্তীতে আমার মেয়ে বাড়িতে ফেরত আসে নাই এবং তার বাবহৃত ফোনও বন্ধ পাই। আমার মেয়ে লিজা আক্তার মাঝে মধ্যে +৯১৯৯৯৭৭০৩০১২ এই নম্বরে কারও সঙ্গে কথা বলতো। আমার ধারণা এই নম্বরে কথা বলার অজ্ঞাতনামা ব্যক্তিই আমার কন্যাকে অপহরণ করে কোথাও নিয়ে গেছে। রাজাপুর থানার এসআই হেলাল জানান, লিজা নামের এক তরুণী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জি.ডি নং-১২৫১) করেছেন তার পিতা বাদল হাওলাদার। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]