বাংলারজমিন
‘সবাই এখন ভালো খেতে চায় বলেই দাম বেড়েছে’
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৫ মে ২০২৩, বৃহস্পতিবার
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশ এখন বর্ধিষ্ণু দেশ। যেখানে দেশের মানুষের আয় প্রতিনিয়তই বাড়ছে। সবাই এখন ভালো খেতে চায় বলেই দাম বেড়েছে। দেশের শান্তি বজায় না রাখলে, বাজারে প্রয়োজনীয় দ্রব্যাদি ঢুকতে ও বের হতে সমস্যা হলে মূল্যস্ফীতি আরও বাড়বে। গতকাল দুপুরে মৌলভীবাজার শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই’ ওয়ার্ল্ড হোয়াইড ক্যাম্পেইন গ্রুপ এর আয়োজনে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক ওই সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মার্কিনিরা তো দেশ চালায় না। কেন মার্কিনিদের কথা উঠছে। মার্কিনিরা আছে চীন, জার্মানি, রাশিয়া কতো কিছু আছে।
তারা আমাদের প্রতিবেশী বন্ধু। তারা কি দেশ চালায়? আমি যখন ভোখা থাকি তারা কি ভোখা থাকে। আমাদের এখানে যখন ঝড় হয় তখন আমাদের বাড়িঘর ভাঙে। মার্কিনিদের তো বাড়িঘর ভাঙে না। শুধু মার্কিনিরা বলছে বা অমুকে বলছে এটা গ্রহণযোগ্য বিষয় নয়। ওই বিদেশিদের পেছনেই তো সবাই দৌড়ায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কে কার পেছনে দৌড়ায়? আমি, আমরা কখনো দৌড়াই না। শেখ হাসিনা, ওবায়দুল কাদের দৌড়ায় না। যে দৌড়ায় তার আগ্রহ আছে। আমি তার জবাব দিতে পারবো না। জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালামের সভাপতিত্বে এবং যুক্তরাজ্যের কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর ও সমাজকর্মী এম মুহিবুর রহমান মুহিবের যৌথ সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমেদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিজবাহুর রহমান, পুলিশ সুপার মো. জাকারিয়া, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।
বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিল্পপতি আলহাজ এমএ রহিম সিআইপি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কাতার প্রবাসী শেখ ফারুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, যুক্তরাজ্য প্রবাসী মাসুদ আহমদ প্রমুখ। পরে মন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা পরিদর্শন করেন। মন্ত্রী স্থানীয় দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকা অফিস পরিদর্শন করে সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেন। সেমিনারে জেলার উন্নয়নে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, শমসেরনগর বিমানবন্দর চালু, মনু নদীতে ব্রিজসহ ১০ দফা লিখিত দাবি মন্ত্রীর কাছে তুলে ধরে স্মারকলিপি দেয়া হয়।