বাংলারজমিন
‘সবাই এখন ভালো খেতে চায় বলেই দাম বেড়েছে’
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৫ মে ২০২৩, বৃহস্পতিবার
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশ এখন বর্ধিষ্ণু দেশ। যেখানে দেশের মানুষের আয় প্রতিনিয়তই বাড়ছে। সবাই এখন ভালো খেতে চায় বলেই দাম বেড়েছে। দেশের শান্তি বজায় না রাখলে, বাজারে প্রয়োজনীয় দ্রব্যাদি ঢুকতে ও বের হতে সমস্যা হলে মূল্যস্ফীতি আরও বাড়বে। গতকাল দুপুরে মৌলভীবাজার শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই’ ওয়ার্ল্ড হোয়াইড ক্যাম্পেইন গ্রুপ এর আয়োজনে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক ওই সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মার্কিনিরা তো দেশ চালায় না। কেন মার্কিনিদের কথা উঠছে। মার্কিনিরা আছে চীন, জার্মানি, রাশিয়া কতো কিছু আছে।
তারা আমাদের প্রতিবেশী বন্ধু। তারা কি দেশ চালায়? আমি যখন ভোখা থাকি তারা কি ভোখা থাকে। আমাদের এখানে যখন ঝড় হয় তখন আমাদের বাড়িঘর ভাঙে।
বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিল্পপতি আলহাজ এমএ রহিম সিআইপি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কাতার প্রবাসী শেখ ফারুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, যুক্তরাজ্য প্রবাসী মাসুদ আহমদ প্রমুখ। পরে মন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা পরিদর্শন করেন। মন্ত্রী স্থানীয় দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকা অফিস পরিদর্শন করে সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেন। সেমিনারে জেলার উন্নয়নে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, শমসেরনগর বিমানবন্দর চালু, মনু নদীতে ব্রিজসহ ১০ দফা লিখিত দাবি মন্ত্রীর কাছে তুলে ধরে স্মারকলিপি দেয়া হয়।
পাঠকের মতামত
‘সবাই এখন ভালো খেতে চায় বলেই দাম বেড়েছে’ যদি তাই হয় তা হলে যাদের নুন আনতে পানতা ফুরায় তাদের ভাত আলু রুটির কেন ই বা এত দাম, তা ও কি ভালো খাদ্য আপনাদের কাছে। আগে দ্রব্যমূল্য কমান মানুষকে বাঁচার, কথার ফুলঝুড়ি ফুটাইয়েন না প্লিজ। কথা কম বলবেন, কারন কথা কম বলা মানুষের শত্রু কম থাকে।
Is it the definition of business?
গালি দিলে মন্তব্যা প্রচার করা হবেনা, তাই গালি দিলাম না। আমি একজন মধ্যপ্রাচ্য প্রবাসী কামলা, যা আয় করি তা দিয়ে আল্লাহ্র রহমতে ভালো আছি। ছোটবেলা হতে প্রতি হাটবারে (সপ্তাহে দুই দিন হাট বসত) গোস্ত কেনা মানুষ এখন যে দিন মাসের টাকা পাঠায় সেই দিন (মাসে একবার) বাসায় গোস্ত কেন হয়।
কাউকে পাগল বলা অপরাধ, তাই বলতে পারলাম না।
What a unique lie. Please preserve these for reference of the future generation.
Planing minister statement is proving he is most probably mental patient ,he should check up by the psychiatric
এজন্যই তো দেশের কর্তা কিছু বিকল্প প্রস্তাব দিয়েছেন খাদ্যের।
ভালো খেতে তো এই দুনিয়ায় সব যুগে সব মানুষই চায়, এ তো নতুন কিছু নয়। তবে এত দাম বাড়ার পরেও ভুঁড়ি যে কাদের বাড়ে সেটাও লোকে ঠিকই দেখতে পায়।
বাহ কি চমৎকার যুক্তি,,
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]