বিশ্বজমিন
মুসলিম যুবকের সঙ্গে বিজেপি নেতার মেয়ের বিয়ে আপাতত বাতিল
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২১ মে ২০২৩, রবিবার, ৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০২ পূর্বাহ্ন

ভারতের উত্তরাখণ্ডের বিজেপি নেতা যশপাল বেনামের মেয়ের সঙ্গে মুসলিম যুবকের বিয়ে উভয় পরিবারের সম্মতিতে ঠিক হয়। বিয়ের দিন নির্ধারিত হয় ২৮শে মে। যথারীতি কার্ড ছাপা হয়। সেই কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হয়। বিতর্ক সৃষ্টির ফলে নির্ধারিত দিনে বিয়ে ভেঙে দেন যশপাল বেনাম। কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, যদি দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে ঠিক হয়ে থাকে, তাহলে এতে কোনো অন্যায় নেই। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, উত্তরাখণ্ডের পুরি গারওয়ালের এক মুসলিম যুবকের সঙ্গে যশপালের মেয়ের বিয়ে ঠিক হয়। এতে বর ও কনে উভয় পরিবারের সম্মতি ছিল। কিন্তু বাধ সেধেছে বিয়ের দাওয়াতপত্র। তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় বিতর্ক। কংগ্রেস নেতা আলভি বলেন, বিষয়টি তাদের ব্যক্তিগত। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। যদি নিজের সম্মতিতে একজন মুসলিম যুবককে ওই মেয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তাতে অন্যায় কিছু দেখি না।
শনিবার যশপাল বেনাম বলেছেন, ২৮শে মে বিয়ে হওয়ার কথা ছিল। তা বাতিল করা হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি। চাই না পুলিশি নিরাপত্তা এবং প্রশাসনের কড়া প্রহরায় আমার মেয়ের বিয়ে হোক। জনগণের সেন্টিমেন্টের প্রতি আমি শ্রদ্ধাশীল। তিনি স্বীকার করেন দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক হয়েছিল। পরে কিছু বিষয় সামনে আসায় বিয়ে বাতিল করা হয়েছে। তিনি বলেন, আমার মেয়ে একজন মুসলিম যুবককে বিয়ে করতে যাচ্ছিল। সন্তানদের সুখ এবং ভবিষ্যতের কথা চিন্তা করে দুই পরিবারই বিয়েতে রাজি হই। বিয়ের কার্ডও ছাপা হয়। তা বিলি করা হয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হওয়াতে বেশ কিছু বিষয় সামনে এসেছে। কিছু বিরোধিতা সামনে এসেছে। এ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ার পর উভয় পরিবারই পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এখন বিয়ে বাতিল করেছে। তবে তিনি স্বীকার করেন, একই পাত্রের সঙ্গে পরিবার, শুভাকাঙ্খীদের নিয়ে পরে এই বিয়ে হবে।