ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ইমরান খানকে প্রকাশ্যে নিন্দা জানানোর আহ্বান প্রেসিডেন্টের

মানবজমিন ডেস্ক

(১১ মাস আগে) ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার, ৮:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪০ অপরাহ্ন

mzamin

সামরিক স্থাপনায় হামলা, সহিংসতার পর ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) ত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলীয় কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। ওই সহিংসতায় জড়িতদের বিচারে সায় দিয়েছেন পিটিআইয়ের আইনি টিমের গুরুত্বপূর্ণ সদস্য সিনেটর আলি জাফর। অন্যদিকে ইমরান খানকে প্রকাশ্যে ৯ই মে সহিংসতার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। বৃহস্পতিবার তিনি জিও টিভির ‘ক্যাপিটল টক’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। 

পিটিআই প্রধান ইমরান খানের ঘনিষ্ঠ প্রেসিডেন্ট আরিফ আলভি। ওই সহিংসতায় যেসব দুর্বৃত্ত জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাওয়ালপিণ্ডিতে সেনাবাহিনীর সদর দফতরে হামলার নিন্দা জানিয়েছে পিটিআইয়ের চেয়ারম্যানসহ নেতারা। কিন্তু সেই নিন্দা তারা প্রকাশ্যে জানাননি। ওদিকে ৯ই মে সেনা স্থাপনায় পিটিআইয়ের সমর্থকদের হামলার দিনকে সেনাবাহিনী ইতিহাসে ‘কালো অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেছে। এ ঘটনায় পাকিস্তান আর্মি অ্যাক্ট, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও অন্যান্য আইনে সেনা স্থাপনায় হামলাকারীদের বিচার দাবি করে সেনাবাহিনী ও সরকার। এ বিষয়ে সিদ্ধান্তও পাকা হয়েছে।

বিজ্ঞাপন
তবে এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো। 

দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের বিরোধের খবর চাউর হয়েছে। বিশেষ করে সাবেক সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া ক্ষমতায় থাকার সময় থেকেই। তার মেয়াদ শেষে নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল আসিম মুনিরকে মেনে নিতে চাইছিলেন না ইমরান খান- এমন কথা শোনা যায়। এ বিষয়ে জিও টিভিকে প্রেসিডেন্ট বলেন, চিফ অব আর্মি স্টাফ হিসেবে জেনারেল আসিম মুনিরের বিরোধিতা করেননি পিটিআই চেয়ারম্যান। ইমরান খান আমাকে বলেছিলেন, আমি যেন জেনারেল বাজওয়াকে বলি যে- পরবর্তী সেনাপ্রধান হিসেবে যাকে বেছে নেয়া হবে, তাকেই মেনে নেবেন তিনি। 

তবে ২০২২ সালের ৩রা নভেম্বরে তাকে ‘হত্যাচেষ্টার’ জন্য ইমরান খান সেনাবাহিনীর বর্তমান নেতৃত্বের কড়া সমালোচনা করেন। সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনেন। ওদিকে ইমরান খান বলেছেন, আবার ক্ষমতায় এলে তিনি প্রতিষ্ঠানের বিষয়ে হস্তক্ষেপ করবেন না।   

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status