বিশ্বজমিন
নাটকীয়তা: দৌড়ে পালালেন সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১৬ মে ২০২৩, মঙ্গলবার, ৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

ইসলামাবাদ হাইকোর্টের বাইরে চরম নাটকীয়তা। পুলিশ দেখে দৌড়ে পালালেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। পালিয়ে হাইকোর্টে আশ্রয় নিয়ে গ্রেপ্তার এড়িয়েছেন। এর ছবি ও ভিডিও সহ রিপোর্ট প্রকাশ পেয়েছে। এরই মধ্যে তা ভাইরাল হয়েছে। তিনি ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন নিশ্চিত করে বেরিয়ে আসেন। অপেক্ষমাণ গাড়িতে স্বস্তি নিয়ে উঠে বসেন। চলতে শুরু করে গাড়ি। তখনই সামনে দেখতে পান এন্টি-টেরোরিস্ট স্কোয়াডের লোকজনকে। তার মধ্যে ভয় ঢুকে যায়। তিনি ভাবতে থাকেন, তাকে আবার গ্রেপ্তার করতে এসেছে ওই স্কোয়াড। অমনি গাড়ি থেকে একরকম লাফিয়ে নামেন ফাওয়াদ চৌধুরী। সবাইকে পিছনে ফেলে সাদা পাঞ্জাবি পরা ফাওয়াদ চৌধুরী দৌড়াতে থাকেন।
তাকে দেখা যায়, হাইকোর্টের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছেন। তিনি জানেন হাইকোর্ট চত্বরে প্রবেশ করতে পারলে নিরাপদ। কারণ, সম্প্রতি তার দলীয় প্রধান ইমরান খানকে হাইকোর্ট থেকে গ্রেপ্তার করে রেঞ্জার্স। এতে কোর্টকে অসম্মান করা হয়েছে বলে পর্যবেক্ষণে বলেছে সুপ্রিম কোর্ট। ফলে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল মুক্তি দেন ইমরান খানকে। ফাওয়াদ চৌধুরী তাই নতুন এই কৌশল নিয়ে রক্ষা পেয়েছেন।
এর আগে মঙ্গলবার দিনের শুরুতে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজারি এবং সিনেটর ফালাক নাজ-এর গ্রেপ্তারকে ‘মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডিন্যান্সের’ অনুচ্ছেদ ৩ অনুযায়ী বেআইনি ঘোষণা করে ইসলামাবাদ হাইকোর্ট। তাদেরকে মুক্তি দেয়ার আদেশ দেন বিচারপতি মিয়া গুল হাসান আওরঙ্গজেব। আলাদা আলাদাভাবে এই তিন নেতার আবেদন শুনানি হয়।