বিশ্বজমিন
ইউক্রেনের আপত্তি উপেক্ষা, নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট রাশিয়া
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১ এপ্রিল ২০২৩, শনিবার, ৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৭ অপরাহ্ন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্সির দায়িত্ব নিয়েছে রাশিয়া। এই উদ্যোগ আটকে দিতে সদস্যদের প্রতি আহ্বান জানায় ইউক্রেন। কিন্তু তাতে কাজ হয়নি। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, এই পরিষদের সদস্য সংখ্যা ১৫। পর্যায়ক্রমে প্রতিটি দেশ এক মাসের জন্য এর সভাপতির দায়িত্ব পালন করে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্সির দায়িত্ব পালন করে রাশিয়া। ওই ফেব্রুয়ারিতেই সে ইউক্রেনে পূর্ণোদ্যমে আগ্রাসন চালায়। আবার তারা সেই নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্সিতে এলো। এর অর্থ হলো এমন একটি দেশ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হলো, যে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা আছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) গত মাসে পুতিনের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে।
রাশিয়াকে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্সিতে আটকে দেয়ার জন্য আহ্বান জানিয়েছিল ইউক্রেন।
ওদিকে এযাবতকালের মধ্যে সবচেয়ে জঘন্য ‘এপ্রিলফুল ডে’ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্সিকে আখ্যায়িত করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো কুলেবা। তিনি বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় ভুল হচ্ছে, এর মধ্য দিয়ে সেকথাই স্মরণ করিয়ে দেয়া হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, এর মধ্য দিয়ে আরেক দফা ‘আন্তর্জাতিক আইনকে ধর্ষণ করা হয়েছে’। তারা আগ্রাসী যুদ্ধ করছে। মানবাধিকার ও ফৌজদারি আইন লঙ্ঘন করেছে। ধ্বংস করেছে জাতিসংঘ সনদ। পারমাণবিক নিরাপত্তাকে উপেক্ষা করেছে। এমন দেশ বিশ্বের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার প্রধান হতে পারে না।