খেলা
আর্জেন্টিনা ৭-০ কিউরাসাও
সেঞ্চুরি ছুঁয়ে ‘হ্যাটট্রিক’ মেসির
স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
বিশ্বচ্যাম্পিয়নের আবহ নিয়েই কখনো বিশ্বকাপ না খেলা দল কিউরাসাওর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। আর দক্ষিণ ক্যারিবিয়ান সাগর ও ডাচ ক্যারিবিয়ান অঞ্চলের এই দ্বীপদেশটিকে বল পায়ে ছেলেখেলাই করলো মেসিরা। গতকাল প্রীতি ম্যাচে কিউরাসাওয়ের বিপক্ষে ৭-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। সান্তিয়াগো দেল এস্তেরোর মাদ্রে দে সিউদাদেস স্টেডিয়ামে সুপার স্টার লিওনেল মেসি করেন হ্যাটট্রিক। এতে আর্জেন্টিনার জার্সি গায়ে ক্যারিয়ারে ১০০ গোলের ল্যান্ডমার্ক স্পর্শ করেন এ ফুটবল জাদুকর। ম্যাচে অন্য চার গোল করেন নিকোলাস গঞ্জালেস, এনজো ফার্নান্দেজ, আনহেল ডি মারিয়া ও গঞ্জালো মন্তিয়েল। র্যাঙ্কিংয়ের ৮৬তম দল হলেও আর্জেন্টানই কোচ লিওনেল স্কালোনি প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নেননি। বিশ্বকাপ ফাইনাল খেলা ৫ জনকে একাদশে নিয়ে দল সাজান তিনি । মাঠে শুরু থেকেই দাপট দেখানো আর্জেন্টিনাকে ২০তম মিনিটে প্রথম গোল এনে দেন মেসি। এতে জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ হয় তার।